...আব্বু এসে যা বলল.....আর.....
..গল্পের মোড় এভাবে পাল্টে যাবে ভাবিনি......... ...কারন আব্বু এসে বলল......
-আলভী এই বিয়াটা তকে করতে হবে?
-মানে কি আব্বু?(মনে মনে তো সেই খুশি)
-যা বলছি তাই...
-আমি এই বিয়া করতে পারব না?(একটু ভাব নিলাম)
-যদি না করিস আমার মরা মুখ দেখবি.?
-আচ্ছা আমি রাজি....
-যা এগুলা পরে আয়(বিয়া করতে যা লাগে আরকি)
-ওকে..।
.
একটা রুমে চলে আসলাম এগুলা পরতে।আর আমার মনে লাড্ডু ফুটতাছে।আর ভাবতাছেন তার বরের কি হইছে?আসলে ওর বর অন্য একটা মেয়ে নিয়ে পালইছে.।আর এই সুযোগে রাখি আমার বউ হয়ে যাচ্ছে।যাকে বাংলা ভাষায় বলে সিনিয়র মেডাম বউ।জামাগুলা পরা শেষ।গান গেয়ে গেয়ে বের হচ্ছি......যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে....তখন আব্বু আমাকে দেখে ফেলল।দেখি আব্বুর সাথে সবাই দাড়িয়ে আছে।আমার একটা বোন আছে।ও এসে আমাকে বলল........
-ভাইয়া তরে অনেক সুন্দর লাগতেছে.....
-তাই নাকি?
-হুম।ভাবি ফিদা হয়ে যাবে....
-ওমা তাই...
.
আব্বু তখন বলল.....
-আমার সাথে আয়?
-কোথায়?
-এত প্রশ্ন করিস কেন?
-আচ্ছা করব না...
.
আব্বুর সাথে যেতে লাগলাম।জামাই যেখানে বসে আমাকে ও সেখানে বসানো হলো।তারপার বিয়ার কার্যকর্ম শুরু হলো।বিয়া পড়ানো শেষ।এখন মেয়ে তুলে দিতে এসেছে রাখির মা।যেভাবে কান্না করতাছে... আর অনেক কিছুই বলল.....তারপর একটা প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে আসতে লাগলাম....রাখির
দিকে তাকালাম।ওমা এটা মেয়ে নাকি আর কিছু।বিয়ার সময় মেয়েরা অনেক কান্না
করে।কিন্তু রাখি স্বাভাবিক..... একটু পরেই বাসার কাছে এসে পড়লাম।বাসার কাছে
এসে কার থেকে নামতেই দোকানদার কাকু বলল.....
-কি মিয়া গেলা বিয়া খাইতে এখন তো বিয়া কইরা আইয়া পরছো?
-আরে কাকু সব ভাগ্য....
.
বলেই চলে আসলাম।দেখি রাখি রেগে গেছে।তাকে নিয়া রুমে রাখা হলো। আর আমি ছাদে চলে গেলাম...বন্ধুদে র কল দিলাম...
-দোস্ত কই তরা আমার বাসায় আস?
-ওকে ওয়ট কর...?
.
কতক্ষন পরেই হারামিগুলা আসল।আইসা তো ওরা পুরাই অবাক!!!!!!আমাকে বলল......
-কিরে মামা কেমনে কি?
-আরে সবই কপাল......
-মামা তোর কপালটা আমার কপালে ঘষা দে?
-কেন?
-আমার কপাল ও ভালো হয়ে যাবে....
.
তাদের সাথে অনেকক্ষন আড্ডা দিলাম।আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল।হঠাৎ আম্মু এসে বলল.....
-তুই এখানে কি করিস?
-আড্ডা দেই
-বউমা রুমে বসে আছে। ওর কাছে যা.?
-ওকে..
.
আম্মু চলে গেল।আমিও তাদের কাছ থেকে বিদায়,নিয়ে যখন চলে আসতে যাব তখন বন্ধুরা বলল.......
-বন্ধু আজকে রাতে বেশি খেলিস?
-বেশি খেলব না কেন?
-আরে ওইটা তর মেডাম লাগে। বলেই হাসা শুরু করল...
-দূর সালার। আজকে পুরোটাই খেলব...
.
বলে রুমের সামনে চলে আসলাম...।কিন্তু
রুমে ডুকতে এরকম লাগে কেন?তবুও ডুকে গেলাম।দরজাটা লাগিয়ে দিলাম।কিন্তু একি
কান্ড? বউ সালাম করবে দূরের কথা।ওনি মোবাইলে গেইম খেলে....তাও গিয়া যখন
খাটে বসলাম।বউ আমার দিকে তাকাইছে।আমাকে বলল......
-দেখো আমি তোমাকে স্বামি হিসেবে মানতে পারব না....
-কেন?
-তুমি আমার ছোট তাই।আর কিছুদিন পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব?
-অনেক কষ্ট পেলাম কথাটা শুনে।তবুও কিছু বললাম না।
.
খাটে যখন ঘুমাতে যাব তখন বলল.....
-এই এখানে ঘুমাচ্ছ কেন?
-কই ঘুমাব?
-কেন মাটিতে(বলেই একটা চাদড় একটা বালিশ দিল)
-আমি কথা না বাড়িয়ে মাটিতে শুয়ে পড়লাম।
.
দূর বালের বিয়া কইরা কত খুশি ছিলাম।আর এখন কি হলো।বউ উপরে গুমাচ্ছে আর আমি নিছে।আমার তো ঘুমে ধরেই না।বরং মশারা যেই গান গাইতেছে।তা শুনে আর শুয়ে থাকতে মন চাইল না।ওঠে একটা কয়েল জ্বালালাম।আবার শুয়ে পড়লাম।মশা বাবাজিরা কমছে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রাখির চুলের পানিতে আমার ঘুৃম ভাংল...ও আমাকে বলল......
-যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও....
-কেন?
-আমাদের মধ্য তো কিছু হয়নি।তাহলে গোসল করব কেন?
-যা বলছি তাই করবা। আর একটা কথা। বাহিরে এমন ভাবে থাকবা।সবাই যাতে বুজে। আমরা হ্যাপি কাপল..।আর যদি না কর? তাহলে তোমার আব্বু আম্মু ও কষ্ট পাবে আমার আব্বু আম্মুও...
-আচ্ছা চেষ্টা করব....
.
আমি গোসল করে বের হয়ে আসলাম।রেডি হয়ে ওর সাথে নিছে গেলাম.।ও আমার হাত ধরে নিছে নামল....সবাই তাকিয়ে আছে..।পরে খাবার টেবিলে গেলাম।আমি আর রাখি একসাথে বসলাম।পাশে দুলাভাই ছিল.।সবার সামনে বলে ওঠল......
-সালা বাসর রাতে বিড়াল মারসো?
-হুম একবারে মেরে ফেলছি
.
সবাই হাসতেছে।রাখিও অনেক লজ্জা পেল।খাওয়া শেষ করে রুমে আসতেই।রাখি বলল...
-তুমি বিড়াল মারছো তাই না?
-আরে ইয়ে মানে..?
-কি?
-কিছুনা আমি এখন আসি..।
.
বলেই আসতে যাব তখন বলল....
-বিকালে বাবা আসবে আমাদের নিতে.....?
-আমি যেতে পারব না তুমি চলে যেও....
-আচ্ছা দেখা যাবে.....
.
আমি চলে গেলাম বন্ধুদের আড্ডায়। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল।মোবাইল বের করে সময় দেখতে যাব তখন চোখ আমার আকাশে।আব্বুর নাম্বার থেকে ৮৫ টা।রাখির নাম্বার থেকে১০৯টা আম্মুর নাম্বার থেকে ১২। আমি আজকে শেষ...আবার আব্বুর নাম্বার থেকে কল আসল........
-হ্যা্লো?
-হারামজাদা কই আছোস তুই?
-কেন?(ভয় পেয়ে)
-তোর জন্য বউমা না খেয়ে বসে আছো......তারাতা রি বাসায় আয়?
-আসতেছি...
.
বন্ধুর থেকে বিদায় নিয়া বাসায় আসলাম।আর ভাবলাম রাখি আমার জন্য না খেয়ে বসে আছে।বাসায় চলে আসলাম।আব্বু অনেক বকা দিল। আম্মুও দিছে।তারপর খাবার দিল।রাখিও আমার সাথে খেল।একটু পরে বলল....
-রেডি হয়ে নাও?
-কেন?
-আমার বাড়িতে যাব...
-যাও।কিন্তু আমি যাব কেন?
-এটা বিয়ার নিয়ম...
.
দূর...নিয়ম পালন করতে যেতে হবে।রেডি হয়ে ওর সাথে ওর বাড়িতে গেলাম।পরে যা হলো............ .....
To see the orginal post click here
.
-আলভী এই বিয়াটা তকে করতে হবে?
-মানে কি আব্বু?(মনে মনে তো সেই খুশি)
-যা বলছি তাই...
-আমি এই বিয়া করতে পারব না?(একটু ভাব নিলাম)
-যদি না করিস আমার মরা মুখ দেখবি.?
-আচ্ছা আমি রাজি....
-যা এগুলা পরে আয়(বিয়া করতে যা লাগে আরকি)
-ওকে..।
একটা রুমে চলে আসলাম এগুলা পরতে।আর আমার মনে লাড্ডু ফুটতাছে।আর ভাবতাছেন তার বরের কি হইছে?আসলে ওর বর অন্য একটা মেয়ে নিয়ে পালইছে.।আর এই সুযোগে রাখি আমার বউ হয়ে যাচ্ছে।যাকে বাংলা ভাষায় বলে সিনিয়র মেডাম বউ।জামাগুলা পরা শেষ।গান গেয়ে গেয়ে বের হচ্ছি......যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে....তখন আব্বু আমাকে দেখে ফেলল।দেখি আব্বুর সাথে সবাই দাড়িয়ে আছে।আমার একটা বোন আছে।ও এসে আমাকে বলল........
-ভাইয়া তরে অনেক সুন্দর লাগতেছে.....
-তাই নাকি?
-হুম।ভাবি ফিদা হয়ে যাবে....
-ওমা তাই...
.
আব্বু তখন বলল.....
-আমার সাথে আয়?
-কোথায়?
-এত প্রশ্ন করিস কেন?
-আচ্ছা করব না...
.
আব্বুর সাথে যেতে লাগলাম।জামাই যেখানে বসে আমাকে ও সেখানে বসানো হলো।তারপার বিয়ার কার্যকর্ম শুরু হলো।বিয়া পড়ানো শেষ।এখন মেয়ে তুলে দিতে এসেছে রাখির মা।যেভাবে কান্না করতাছে... আর অনেক কিছুই বলল.....তারপর একটা প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে আসতে লাগলাম....রাখির
-কি মিয়া গেলা বিয়া খাইতে এখন তো বিয়া কইরা আইয়া পরছো?
-আরে কাকু সব ভাগ্য....
.
বলেই চলে আসলাম।দেখি রাখি রেগে গেছে।তাকে নিয়া রুমে রাখা হলো। আর আমি ছাদে চলে গেলাম...বন্ধুদে
-দোস্ত কই তরা আমার বাসায় আস?
-ওকে ওয়ট কর...?
.
কতক্ষন পরেই হারামিগুলা আসল।আইসা তো ওরা পুরাই অবাক!!!!!!আমাকে
-কিরে মামা কেমনে কি?
-আরে সবই কপাল......
-মামা তোর কপালটা আমার কপালে ঘষা দে?
-কেন?
-আমার কপাল ও ভালো হয়ে যাবে....
.
তাদের সাথে অনেকক্ষন আড্ডা দিলাম।আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল।হঠাৎ আম্মু এসে বলল.....
-তুই এখানে কি করিস?
-আড্ডা দেই
-বউমা রুমে বসে আছে। ওর কাছে যা.?
-ওকে..
.
আম্মু চলে গেল।আমিও তাদের কাছ থেকে বিদায়,নিয়ে যখন চলে আসতে যাব তখন বন্ধুরা বলল.......
-বন্ধু আজকে রাতে বেশি খেলিস?
-বেশি খেলব না কেন?
-আরে ওইটা তর মেডাম লাগে। বলেই হাসা শুরু করল...
-দূর সালার। আজকে পুরোটাই খেলব...
.
বলে রুমের সামনে চলে আসলাম...।কিন্তু
-দেখো আমি তোমাকে স্বামি হিসেবে মানতে পারব না....
-কেন?
-তুমি আমার ছোট তাই।আর কিছুদিন পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব?
-অনেক কষ্ট পেলাম কথাটা শুনে।তবুও কিছু বললাম না।
.
খাটে যখন ঘুমাতে যাব তখন বলল.....
-এই এখানে ঘুমাচ্ছ কেন?
-কই ঘুমাব?
-কেন মাটিতে(বলেই একটা চাদড় একটা বালিশ দিল)
-আমি কথা না বাড়িয়ে মাটিতে শুয়ে পড়লাম।
.
দূর বালের বিয়া কইরা কত খুশি ছিলাম।আর এখন কি হলো।বউ উপরে গুমাচ্ছে আর আমি নিছে।আমার তো ঘুমে ধরেই না।বরং মশারা যেই গান গাইতেছে।তা শুনে আর শুয়ে থাকতে মন চাইল না।ওঠে একটা কয়েল জ্বালালাম।আবার শুয়ে পড়লাম।মশা বাবাজিরা কমছে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রাখির চুলের পানিতে আমার ঘুৃম ভাংল...ও আমাকে বলল......
-যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও....
-কেন?
-আমাদের মধ্য তো কিছু হয়নি।তাহলে গোসল করব কেন?
-যা বলছি তাই করবা। আর একটা কথা। বাহিরে এমন ভাবে থাকবা।সবাই যাতে বুজে। আমরা হ্যাপি কাপল..।আর যদি না কর? তাহলে তোমার আব্বু আম্মু ও কষ্ট পাবে আমার আব্বু আম্মুও...
-আচ্ছা চেষ্টা করব....
.
আমি গোসল করে বের হয়ে আসলাম।রেডি হয়ে ওর সাথে নিছে গেলাম.।ও আমার হাত ধরে নিছে নামল....সবাই তাকিয়ে আছে..।পরে খাবার টেবিলে গেলাম।আমি আর রাখি একসাথে বসলাম।পাশে দুলাভাই ছিল.।সবার সামনে বলে ওঠল......
-সালা বাসর রাতে বিড়াল মারসো?
-হুম একবারে মেরে ফেলছি
.
সবাই হাসতেছে।রাখিও অনেক লজ্জা পেল।খাওয়া শেষ করে রুমে আসতেই।রাখি বলল...
-তুমি বিড়াল মারছো তাই না?
-আরে ইয়ে মানে..?
-কি?
-কিছুনা আমি এখন আসি..।
.
বলেই আসতে যাব তখন বলল....
-বিকালে বাবা আসবে আমাদের নিতে.....?
-আমি যেতে পারব না তুমি চলে যেও....
-আচ্ছা দেখা যাবে.....
.
আমি চলে গেলাম বন্ধুদের আড্ডায়। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল।মোবাইল বের করে সময় দেখতে যাব তখন চোখ আমার আকাশে।আব্বুর নাম্বার থেকে ৮৫ টা।রাখির নাম্বার থেকে১০৯টা আম্মুর নাম্বার থেকে ১২। আমি আজকে শেষ...আবার আব্বুর নাম্বার থেকে কল আসল........
-হ্যা্লো?
-হারামজাদা কই আছোস তুই?
-কেন?(ভয় পেয়ে)
-তোর জন্য বউমা না খেয়ে বসে আছো......তারাতা
-আসতেছি...
.
বন্ধুর থেকে বিদায় নিয়া বাসায় আসলাম।আর ভাবলাম রাখি আমার জন্য না খেয়ে বসে আছে।বাসায় চলে আসলাম।আব্বু অনেক বকা দিল। আম্মুও দিছে।তারপর খাবার দিল।রাখিও আমার সাথে খেল।একটু পরে বলল....
-রেডি হয়ে নাও?
-কেন?
-আমার বাড়িতে যাব...
-যাও।কিন্তু আমি যাব কেন?
-এটা বিয়ার নিয়ম...
.
দূর...নিয়ম পালন করতে যেতে হবে।রেডি হয়ে ওর সাথে ওর বাড়িতে গেলাম।পরে যা হলো............
To see the orginal post click here
.
No comments:
Post a Comment