Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

সিনীয়র আপু যখন বউ ৭ লেখকঃ স্বপ্নীল সাহেব কাজী

  --এই পাগল,এভাবে কি দেখছো?(নীলা)
,
--আমার প্রিয় মানুষ টাকে দেখছি,কেমন করে আমাকে খাইয়ে দিচ্ছে আমায়(আমি)
.
--হুম,কিন্তু এত দেখা ভালো না,লজ্জা লাগে আমার,,,
.
--এএএ কি লজ্জাবতী মেয়ে রে!আচ্ছা একটা কথা বলব?
,
--হুম
.
--রাগ করবে না তো?
.
--না,বলো
.
--বিয়ের পর কিন্তু সব সময় আমাকে এভাবেই খাইয়ে দিতে হবে...
.
--এএএএ ,সখ কত?
.
--সখ তো অনেকই.দিবে না?
.
--হুম দিবো তো,তবে তার জন্য আমারও একটা শর্ত আছে!
.
--কি শর্ত?
.
--প্রতিদিন রাতেরবেলা তোমার বুকে মাথা রেখে দুজনে চাঁদ দেখবো,তারা গুনবো,তুমী কিন্তু তখন না করতে পারবা না
.
--হুম
.
আসলেই ওর চাওয়াটা বড়ই অদ্ভুদ৷এই বর্তমান যুগে মেয়েদের এমন চাওয়া সত্যিই অবাক করার মত৷
,
হঠাৎই দরজায় ঠকঠক আওয়াজ,আর বাইরে থেকে কে যেন বলছে
.
--নিলা,তুই কার সাথে কথা বলছিস?তোর রুমে কে?দরজা খোল
.
তখনই নিলা আপু অনেক ভয় পেয়ে গেল৷আর বলতে লাগল
.
--তন্ময়!তুমি আবার আগের মত বারান্দা দিয়ে চলে যাও,তোমাকে দেখলে ওরা তোমার ক্ষতি করে ফেলবে,তুমি চলে যাও এখন
,
--হুম যাচ্ছি,আর ফোনটা একটু পরই খুলবা,
.
--হুম,এবার তাড়াতাড়ি যাও
,
--নিলা দরজা খোল বলছি!তুই কার সাথে কথা বলছিস,দরজা খোল,নয়ত দরজা ভেঙ্গে ভিতরে ডুকব(বাইরে থেকে)
.
আমি আর এক মূহুর্তও দেড়ি করলাম না৷
চূপ করে বারান্দা দিয়ে বের হয়ে গেলাম৷আগের মতই পাইপ বেয়ে নিচে নেমে এলাম৷আর তখন ভাবতেছিলাম ওই দিকে নিলা সব সামলে নিতে পারবে তো?
যাই হোক অনেক কষ্টে নিচে নেমে পড়লাম৷
নিচে নেমেই যেই দু এক পা বাড়ালাম৷ঠিক তখনই কেউ আমার পিছন থেকে কলার চেপে ধরেছে৷পিছনে তাকাতেই দেখলাম নিলার বড় ভাইয়া.
.
--হারামির বাচ্ছা,তোর কত বড় সাহস?তুই আমার বাসায় এসে,আমার বোনের রুমে.....
.
বলেই কয়েকটা গুষি মারল৷
একদম তখনই নাক ফেটে রক্ত বের হতে লাগল"
কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে মাথায় একটা বাড়ি মারল৷মূখ দিয়ে তখন এত জোড়ে চিৎকার বের হয়ে গেল যেটা হয়ত নিলার কান অব্দি পৌছে গেল৷আর তার কিছুক্ষন পরই দেখতে পেলাম,নিলা দৌড়ে নিচে আসল৷আর
আমার মাথাটা তখন ভন ভন করে ঘুরাচ্ছিল৷
চোখে কেমন ঝাপসা দেখছিলাম৷
ঠিক সেই মূহুর্তেই নিলা দৌড়ে এসে আমাকে ধরল৷আর তাই ভাইদেরকে দুরে ঠেলে দিল৷
আর নিলা তখন চিৎকার কান্না করতে করতে বলছিল
.
--ওর গায়ে যদি,কেউ আর একটা আঘাত করো,তাহলে তোমাদের কাউকে আমি ছাড়ব না(নিলা আপু)
.
--নিলা,তুই এগূলো কি বলছিস?এই ফাজিল ছোট লোকের বাচ্ছার পক্ষ নিচ্ছিস শেষ অব্দি?(নিলার বড় ভাই)
,
--একদম ওকে নিয়ে কোনো বাজে কথা বলবা না৷তাহলে খূব খারাপ হয়ে যাবে(নিলা)
.
তখনও মাথাটা ঘুরছিল৷মনে হচ্ছে এই বুঝি আমি মাটিতে লুটিয়ে পরব৷চোখ দুটো বার বার ই যেন বন্ধ হয়ে যাচ্ছিল৷চেষ্টা করতে লাগলাম যন চোখটা খোলা রাখতে পারি৷কিন্তু অসহ্য যন্ত্রনা সেটা হয়ত হতে দিবেনা৷নিলা আপুর উড়না দিয়ে আমার মাথায় চেপে ধরল৷
.
ঠিক তখনই নিলা আপুর আব্বা আর আম্মু আসল৷আর ওনারা এসেই বলল
.
--নিলা,ওই ছেলেকে ছেড়ে চলে আয়,(নিলার আব্বু)
.
--না,আমি আসব না,
.
--কি বললি নিলা,আসবি না?আমার মুখের ওপর কথা?এই ছেলে কে?যার জন্য আমার কথার অবাধ্য হলি তুই?(নিলার বাবা)
.
--ও আমার সব,ওকে আমি ভালবাসি(নিলা)
.
--ছিঃ ছিঃ৷লজ্জা করে না এগূলো বলতে?নিজের থেকেও ছোট একটা ছেলের সাথে কিভাবে সম্পর্ক করলি৷একবারও কি তোর লজ্জা লাগে না
,
-- না লাগেনা৷কারন ভালোবাসা ছোট বড় দেখে হয় না,,,,,,,,,,,,
.
--নিলাআআআআ,,,,একদম চূপ করে থাকবি?এজন্যই কি তোকে লেখাপড়া করিয়েছি?লেখাপড়া করে তুই এগূলো শিখলি?আর আমাদের মূখে এভাবে চূনকালি দিলি,!??(অনেক রেগে ধমক দিয়ে)
.
---লেখাপড়া করে আমি ভূল করিনি৷আর আমি ভূল শিখিও নি?তাই আমি ওকে ভালোবাসি....
.
--ছুটাচ্ছি তোর ভালোবাসা,,
,
কথাটা বলেই নিলার ছোট ভাই,নিলাকে টপকিয়ে আমার ওপর আবারও ঝাপিয়ে পড়ল৷
তারপর কি হইছে আর মনে নেই৷
.
৭দিন পর
.
চোখটা খুলতেই কেমন কষ্ট হচ্ছে৷হাত পা একদমই নাড়াতে পারছিনা৷খুব কষ্ট হচ্ছে৷আর অনেক ব্যাথাও লাগছে৷
চোখটা আস্তে আস্তে খূললাম৷আর
খূলেই দেখতে পেলাম অচেনা একটা জায়গা৷
আমার মূখে অক্সিজেন মাস্ক লাগানো৷
হাতটাও খুব ব্যাথা করছে৷তারপরও আস্তে করে মূখে হাত দিতে যাবো৷ঠিক তখনই শুনতে পেলাম
.
--এই এই ,তন্ময়ের জ্ঞান ফিরছে
,
কথাটা কে বলছে সেটা দেখার জন্য মাথাটা ঘুরাতে যাবো,আহঃ মাথাটা কেমন ঝিমঝিম করে ব্যথা করছে৷খেয়াল করলাম আমার বন্ধু জয়৷আর কলেজের বাকি বন্ধুগূলো
,
আর সেখানে আমার প্রান প্রিয় বন্ধু আবিদ৷
আবিদ সামনে এসেই বলতে লাগল
,
--ভাই,তোর জ্ঞান ফিরছে?এই সাতটা দিন খুব টেনশনে ছিলাম রে,ওরা তোকে কত নির্মম ভাবেই না মারছে(আবিদ কান্না করে দিল)
.
সাত দিন????এই সাতদিন আমি জ্ঞান হারা ছিলাম?মাথায় ব্যান্ডেজ করা৷তাই কেমন জানি লাগছে৷
হঠাৎই আমার নিলা কথা মনে পড়ে গেল৷
বন্ধুরা সবাই আছে কিন্তু ও কোথায়?ওকে কোথাও দেখছি না কেন?
,
তখনই আবিদ বলতে লাগল
,
--তুই কি নিলাকে খূজতেছিস?
.
--চোখে ইশারা দিয়ে বললাম হুম
,
--আরে ,,কাকে ভালোবাসিস তুই?যে মেয়ে কিনা,তোর এমন অবস্থায়ও একটা দিন দেখতে পর্যন্ত আসল না৷আর ওই মেয়েকে তুই খুজতেছিস?
.
কীছুই বললাম না৷শুধু চোখে কোন দিয়ে গড়িয়ে পানি পরছে৷কথা বলার শক্তিটাও যেন আমার নেই৷শূধু বার বারই মনে হচ্ছে হয়ত নিলাও কোনৈ সমস্যায় আছে৷নয়ত ও আমার এই অবস্থা দেখেও না এসে থাকতে পারত না৷আর
নিলা আপুকে তো আমি নিজেই দেখেছি,আমার জন্য ওনার বাবা,ভাইয়ার সাথে কিভাবে কথা বলছে৷
.
যাই হোক একটু পরই আব্বা আম্মা আসছে৷
তারা এসেই কান্না করতে লাগল
,
আর বলতে .
.
--বাবা তন্ময়,তুই কেন ওই বড়লোকের মেয়ের বাসায় গিয়েছিস?আর ওই মেয়েটা নাকি তোর থেকেও বড়,তাহলে কেন ওই মেয়ের সাথে..........
.
বলেই কান্না করতে লাগল৷
.
আমি কিছুই বলতে পারছিলাম না৷শুধু ঠোটজোড়া কাপছিল৷আর চোখ দিয়ে পানি বের হচ্ছিল৷
ঠিক সেই মুহুর্তেই ডক্টর সাহেব আসলেন৷আর এসেই সবাইকে বের করে দিলেন৷আর আমাকে ঘুমের একটা ইন্জেকশন দিয়ে ঘূম পাড়িয়ে চলে গেল৷
.
এভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগল৷কিন্তু নিলার আর কোনো খোজ পাওয়া গেল না৷
.
আসলেই মানুষগুলো বড়ই স্বার্থপর৷
.
১মাস পর
.
.
কিছুই করতে পারব না৷
শহরে এসেই সবার আগেই নিলা আপুর কথাটাই মনে পরল৷আর ওনার ছবিটাই যেন চোখের সামনে ভেসে উঠল৷
আফসোস!যেদিন সিদ্ধান্ত নিলাম ওনাকে সারাজীবন নিজের করে রাখব,সেদিনই কোনো এক অজানা ঝড়ের আগমন৷
.
রুমে গিয়ে উঠলাম৷
ঠিক তখনই আবিদের সাথে দেখা,
আবিদ আমাকে দেখেই বলে উঠল
.
--বাহ বাহ,ভালোই তো,শেষমেষ বিয়ের দাওয়াত খাবার জন্য এই শহরে আবার ফিরে আসলি(আবিদ)
,
--বিয়ের দাওয়াত?কার বিয়ে?(একটু অবাক হয়েই)
.
--কার আবার,তোর সিনীয়র প্রেমিকার..
.
--মানে?
.
--মানে সামনের শুক্রবারই নিলা আপুর বিয়ে...
.
.
কথাটা শুনেই কেমন মাথাটা ঘুরে গেল৷পায়ের নিচের মাটি যেন কাপতে লাগল৷আর চোখমুখ দিয়ে অন্ধকার দেখতে লাগলাম৷
কি বলছে এটা?নিলা আপুর বিয়ে???
তাহলে আমার কি হবে??????
.
.
.
.
চলবে.........