মাঠের এক প্রান্তে দাড়িয়ে দাড়িয়ে নিলার কথাই ভাবছিলাম৷
,,,তাহলে কি নিলা আপুকে আমি হারিয়ে ফেলব?কিছুই করতে পারব না?আর এই বয়সে তো আমি ওনাকে বিয়ের কথাও বলতে পারব না৷কারন আমার তো এখন ওইভাবে বিয়ের বয়স হয়নি৷
.
ওনি তো আমাকে কথা দিয়েছিলেন আমার জন্য ৩-৪বছর অপেক্ষা করতে পারবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে কয়েক মাসও পারল না৷
আমি এখন কি করব?ওনাকেও হারালে আমি নিজে ঠিক থাকতে পারব না৷খুব ভালোবাসি ৷
হয়ত অনেক বড় ভূলই করে ফেলছি৷আসলে সিনীয়র আপুদের সাথে সত্যিকারের প্রেম ভালোবাসা এগুলো হয় না৷যা হয় সেটা ক্ষনিকের৷সারাজী
বনের জন্য তা হয় না৷.
.
আমার বিয়ের বয়স হতে আরও ৩বছর লেগে যাবে৷কারন আমার বয়স মাত্র ১৮৷কিন্তু এই বয়সে??????
মাথাটা ঘুরছিল আর বার বারই ভাবতে লাগলাম,একা ছিলাম,ভালই ছিলাম৷ কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে গেলাম৷
.
কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হতে লাগল৷মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না৷
এত কষ্ট কেন লাগে?ভালোবাসায় কি শুধু কষ্টই?
আসলে ভালোবাসায় না পাওয়ার কষ্টটা যে এত বেশি,তা যদি কেউ ভালোবাসার আগে জানত,তাহলে হয়ত কেউ কখনই কাউকে ভালোবাসত না৷
.
আহ কি কষ্ট লাগছে বুকের ভিতর!না পাওয়ার কষ্ট এত বেশি কেন?
.
চোখের পানি বের হতে হতে,আর ভাবতে ভাবতে ,কখন যে দিন গড়িয়ে সন্ধা হয়ে গেছে বুঝতেই পারলাম না৷
তখনও সেখানেই বসে আছি,যেখানে প্রতিদিন নিলা আপু আমাকে নিয়ে বসে বসে গল্প করত৷
.
চোখের সামনে শুধু নিলা আপুর চেহারাটাই ভাসছিল৷
অনেক চেষ্টা করছিলাম মনকে,
বার বারই বলছিলাম
.
--এই মন?তুই তো আমার অঙ্গ,তুই কেন আমার কথা শুনছিস না?তুই দেখছিস না,হাত পা,মাথা সব কিছুই আমার কথা শুনছে,তাহলে তুই কেন শুনছিস না৷তুই কেন ওর চেহারাটা আমার চোখের সামনে বার বার ভাসাচ্ছিস?উত্তর দে,
চোখকে বলছিলাম,এই চোখ,তুইও কেন মনের মত আমার সাথে বেইমানি করছিস?কেন এভাবে জল ঝরাচ্ছিস?কেন কষ্ট দিচ্ছিস আমায়?
.
হঠাৎই মনে পড়ল,সিগারেট খেলে নাকি টেনশন আর কষ্ট কমে যায়৷তাই ওখান থেকে উঠে পরলাম৷
রাস্তা একেবারে অন্ধকার৷আলো নেই৷যেমন করে আমার মনের ভিতর আলো নেই৷
.
দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম৷
বাইরে এসে একটা সিগারেট ধরালাম৷
অন্ধকারে দাড়িয়েই যখনই সিগারেট টা টান দিতে যাবো৷ঠিক তখনই কেউ সিগারেটটা টান দিয়ে
ফেলে দিল,আর আমার গালে
.
--ঠাসস ঠাসসস
,
থাপ্পরটা খেয়ে গালে হাত দিয়ে দেখতে চাইলাম কে থাপ্পরটা মারছে৷কিন্তু অন্ধকারে তেমন বুঝা যাচ্ছিল না৷
কিন্তু থাপ্পরের যে ওজন?এই ওজনের থাপ্পর একটা মানুষই আমাকে মারে৷সেটা হলো নিলা আপু৷
.
তারমানে কি নিলা আপু এসেছে?আমি তখনই একটু হাসিমুখে বলে উঠলাম
,
--নিলা,,,,,,,,,
.
--ওই তুই,সিগারেট হাতে নিলি কেন?আর সিগারেট খাইতে গেলি কেন?(হেব্বি রেগে)
,
--আমার না খুব কষ্ট লাগছে৷বুকে অসহ্য যন্ত্রনা হচ্ছে,আর সিগারেট খেলে নাকি সেটা কমে যায়,তাই সিগারেট কিনছি
.
--কেন কষ্ট লাগছে?(একটু ধমকেহ সুরেই)
.
--কেন আবার?এই যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে৷আপনার বিয়ে হয়ে গেলে আমি তখন কি করব?
আমি না আপনাকে ছাড়া থাকতে পারব না(নিচু স্বরেই).
,
--ওরে আমার পাগল রে৷আমিও আমার পাগলটাকে ছাড়া একদমই থাকতে পারব না৷
.
বলেই নিলা আপু আমাকে অন্ধকারের ভিতরই জড়িয়ে ধরছে৷খুব শক্ত করেই জড়িয়ে ধরে আছে৷
তখন আমার শরীরটা কেমন জানি কেপে উঠল৷
কেমন জানি ধমকা হওয়া বইতে লাগল মনের ভিতর৷
আর কেমন জানি এক অদ্ভূদ ভালো লাগতে শুরু করল৷বুকের ব্যাথা গূলো নিমিষেই উদাও হয়ে গেল৷আর তখন কেন জানি চোখ দিয়ে পানি বের হতে লাগল৷কান্না স্বরেই নিলা আপু কে বলে উঠলাম
,
--আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়,আমাকে এভাবে সারাজীবন বুকে জড়িয়ে রাখবেন তো?(কান্না করতে করতে)
.
--এই বোকা কান্না করো কেন?এই যে আমি চলে আসছি৷আর কোথাও যাবো না৷
.
--আপনার তো সামনের শুক্রবারই বিয়ে
.
--বিয়ে আর হবে না,তার আগেই আপরা পালাবো
,
--কিহহহহ,পালাবো মানে?
.
--দেখো তন্ময়,বাসায় বাবা ,ভাইয়ারা মিলে আমাকে এই কয়দিন আটকিয়ে রাখছিল৷তাই বাসা থেকে বের হতে পারিনি৷আর এর ভিতর আমার বিয়েও ঠিক করে ফেলছে৷আর তোমার তো কোনো খোজই পাচ্ছিলাম না৷তাই কি করব বুঝে উঠে পারছিলাম না৷আর আজকে শপিংয়ের কথা বলে বাইরে বের হইছি৷আর বের হয়েই আবিদ ভাইয়ার কাছ থেকে জানতে পরছি তুমি ফিরে আসছো৷আর আমি জানি ভাইয়ারা তোমাকে দেখলেও বাঁচতে দিবে না৷তাই সন্ধার পরই বাসা থেকে বের হয়ে তোমাকে খূজতে লাগলাম৷আর এখন পেয়ে গেছি
.
--তাহলে আমি এখন কি করব?
.
--কি করবা মানে?আমি কি বাসায় ফিরে গেলে,আর আসতে পারব নাকি?আর আমাকে আসতে দিবে নাকি?
.
--হুম,তাও ঠিক,কিন্তু এই মূহুর্তে কি করা যায়
,
--আমি বাসা থেকে পালিয়ে এসেছি৷সো এখন আমরা পালিয়ে বিয়ে করব,
.
--কি বলছেন আপনি?আমরা পালিয়ে বিয়ে করলে,সমাজে আপনার পরিবারকে ছোট হতে হবে,সবাই কি বলবে?বলবে একটা ছোট ছেলের সাথে এমন বড় মেয়ে পালিয়ে গেছে৷এটা কি আপনার বাবা মায়ের জন্য ভালো হবে?ওদের মূখে চুনকালি দেওয়া হবে না?
.
--ওই একদম নীতি কথা বলতে আসবি না৷কে কি বলল তাতে আমার আসে যায় না৷তুই এখন আমাকে নিয়ে পালাবি
.
--আরে কি বলছেন৷আমার তো বিয়ের এখনও বয়স হয়নি
.
--একদম চুপ,বয়স হইলে হইছে৷না হইলে নাই৷তোর এইটুকু বয়সেই আমার হবে৷এবার চল
.
--কি বলছেন এগুলো?আচ্ছা মানলাম বিয়ের বয়স হইছে,কিন্তু এখন তো আমার হাতে কোনো টাকাই নেই৷আর বিয়ের জন্য ত অনেক টাকার দরকার
,
--আমার কাছে যা আছে৷তা দিয়ে সব হয়ে যাবে,
আর একটা কথাও বলবি না
চল
.
বলেই এক প্রকার জোড় করেই আমাকে কাজি অফিস নিয়ে গেল৷সেখানে গিয়ে তো আমি অবাক৷কারন ওখানে আমার কিছু ফ্রেন্ড আর নিলা আপুর কিছু ফ্রেন্ড আগে থেকেই ওয়েট করছিলো৷
সবাই মিলে আমাদের বিয়ে দিবে কিন্তু কাজি সাহেব আমাকে দেখে একটু অবাক হয়ে গেল৷আর বলল এত ছোট ছেলের বিয়ে আমি দিতে পারব না৷
বলার পরই নিলা আপুর আমার ফ্রেন্ডরা মিলে কাজীর ওপর হামলা৷কাজি সাহেব ভয়েই বিয়ে পড়াতে বাধ্য হলো৷আর কাজিকে টাকা একটু বেশিই দেওয়া হলো৷
তাই পরে আর কোনো সমস্যা হলো না৷
যাই হোক বিয়ে শেষ৷তখনই নিলাে বললাম
.
--এখন কোথায় যাবেন?
.
--অনেক দুরে,অজানায় দুজন মিলে হারিয়ে যাবো আমার মনে হয় আমার বাসায় চলে গেলে ভালো হবে
,
--তোমার কোনো সমস্যা হবে না তো
.
--না
.
তারপরই নিলাকে নিয়ে একদম বাসায় চলে গেলাম৷
যেতে যেতে অনেক রাত হয়ে গেল৷
বাসায় গায়ে দরজায় আঘাত করতেই আব্বু আম্মু দরজা খুলে হাজির৷
আর তারপর নিলাকে দেখে এমনভাবে তাকালো যেন
আমরা দুজন চিড়িখানার কোনো জন্তু৷আব্বু একটু রেগেই বলল
.
--তন্ময়,এত রাতে তুই?আর তোর সাথে এই মেয়েটা কে?
.
--আব্বু,ওর নাম নিলা,আর আমরা পালিয়ে এসেছি,,,
.
--কি বললি হারামজাদা?পালিয় ে এসেছি মানে কি?ওই তোর বিয়ের বয়স হইছে?তোর সাহস হলো কিভাবে?পালিয়ে তুই আমার কাছে এসেছিস?(আব্বু হেব্বি রেগে গেল)
,
--ছিঃ তন্ময়,তোর লজ্জা করেনা?এগুলো করে আমাদের সামনে এসে দাড়াতে৷আর মেয়ে তো দেখছি তোর থেকেও অনেক বড়(আম্মু)
.
নিলা তখন একদম চুপ হয়ে গেল৷আর খেয়াল করলাম ও কেমন অপরাধীর মত চুপ করে আছে৷
.
--আসলে আম্মু,আমি আর নিলা একে অপরকে ভালোবাসি...
.
--ঠাসসসসস বেয়াদপ ছেলে,লজ্জা করেনা৷নিজের থেকেও একটা বড় মেয়েকে নিয়ে পালিয়ে এগূলো বলছিস৷আর এই মেয়ে তোর ও কি লজ্জা করে না,ছোট একটা ছেলেকে নিয়ে এগূলো করতে(আব্বু)
.
--আসলে বাজারের মেয়েরা তো এমন করবেই৷সহজ সরল ছেলেদের ফাদে ফেলতে পারলেই,নিজের
নষ্টামির ফল ওর ওপর গোছাতে পারে(আম্মু)
.
কথাটা বলার পর দেখতে পেলাম নিলা কেমন করে কান্না করে দিল৷কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে মেয়েটা
.
--আম্মু,একদম বাজে কথা বলবা না৷ও কোনো বাজারের মেয়ে না,আর ও কোনো খারাপ মেয়েও না৷আর ওকে নিয়ে একটা খারাপ কথাও বলবে না
.
--তন্ময়,একদম চুপ করে থাক,আর হ্যা এই মেয়েকে এখনি বাসায় দিয়ে আয়,নয়ত এ বাড়িতে তোর ত্রার জায়গা হবে না
.
কথাটা বলার পর নিলা কেমন করে যেন আমার হাতটা অনেক শক্ত করে ধরেও আবার ছেড়ে দিল৷
.
--কি বলছো বাবা তুমি?
.
--ঠিকই বলছি,যা এক্ষনি ওকে বাসায় দিয়ে আয়
,
--না আমি পারব না৷ আমি কোনোভাবেই এ জীবন থাকতে তা করতে পারব না
,
--তন্ময়,তুই কা জানিস আমার কথার অবাধ্য হবার জন্য তোকে ত্যাজ্যপূত্র করে দিতে পারি(আব্বু)
.
আর তখনই আম্মু নিলার কাছে গেল৷আর বলল
,
--হারামজাদি?আমা র সহজ সরল পোলাডারে কি জাদু করছছ?আর তার মাথায় কি ভূত ডুকাইছছ তুই৷
.
তখন নিলা আম্মুর হকাছ থেকে ছুটে গিয়ে,আব্বুর কাছে গেল৷আর গিয়েই আব্বুর পায়ে পড়ে গেল৷আর বলতে লাগল
.
---না,আমার জন্য তন্ময়কে এমন শাস্তি দিবেন না৷আসলে ও তো ছোট,তাই বুঝতে পারে নাই৷ সব দোষ আমার৷আমার কারনেই তন্ময় এমন করছে৷আমি নিজেই চলে যাচ্ছি তবুও তন্ময়কে আলাদা করবেন না৷
আমি আর কখনই তন্ময়ের কাছে আসব না৷তারপরও ওর সাথে এমন করবেন না
.
বলেই কান্না করতে করতে বাবার পায়ে পড়ে গেল৷কিন্তু বাবা মেনে নিল না৷ওনি শুধু একটা কথাই বলল
,
-তন্ময়!হয় তুমি এই মেয়েকে নিয়ে চলে যাও,আর নয়ত এই মেয়েকে ফিরিয়ে দিয়ে বাসায় চলে আসো৷নয়ত আমি আমার সিদ্ধান্ত থেকে একটূও নড়ব না
.
--তন্ময়,তুমি বলে দাও!তুমি আমাকে বাসায় দিয়ে আসবে,আর তুমি তোমার বাসার সবার সাথেই থাকবা(কান্না করতে করতে)
,
--না,আমি এটা করতে পারব না৷বাবা প্লীজ তুমি আমাদের মেনে নাও(আমী)
.
--তুই এখনই ওকে তাড়িয়ে দে৷নয়ত সত্যিই খারাপ হয়ে যাবে
,
সেদিন অনেকবার আব্বাকে বুঝিয়েছিলাম কিন্তু আব্বা আমাদের মেনে নিল না৷
তখন কি করব বুঝতেই পারছিনা!
নিলা বার বারই বলছিল ৷"তন্ময় আমি চাইনা আমার কারনে তোমার এত বড় ক্ষতি হোক,আর আমার পাগলামো টা ত বড় প্রভাব ফেলবে তোমার জীবনে সেটা জানলে কখনই তোমাকে নিয়ে পালিয়ে আসতাম না৷আর আমি চলে যাচ্ছি,তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে সূখে থেকো,আর একদম আমার কথা ভেবে মন খারাপ করবে না৷আমি সুখেই থাকব!তুমি সুখে থেকো৷
.
বলেই নিলা কেমন করে কান্না করতে করতে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে৷
,
এখন আমি কি করব?একদিকে বাবা মা,অন্যদিকে
নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটু ভালোবাসার জন্য আমার কাছে ছূটে এসেছে৷
.
একদিকে আমার বাবা মা,একদিকে আমার ভালোবাসা,আর একটা পাগলি মেয়ে,যে মেয়েটা বড়লোক ছেলেকে বিয়ে না করে আমার মত গরিব ঘরে চলে আসছে৷
.
আমি কি নিলাকে যেতে দিবো?নাকি তার ভালোবাসার দাম দিয়ে ওকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাবো??????????
.
,
চলবে........... ....
,,,তাহলে কি নিলা আপুকে আমি হারিয়ে ফেলব?কিছুই করতে পারব না?আর এই বয়সে তো আমি ওনাকে বিয়ের কথাও বলতে পারব না৷কারন আমার তো এখন ওইভাবে বিয়ের বয়স হয়নি৷
.
ওনি তো আমাকে কথা দিয়েছিলেন আমার জন্য ৩-৪বছর অপেক্ষা করতে পারবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে কয়েক মাসও পারল না৷
আমি এখন কি করব?ওনাকেও হারালে আমি নিজে ঠিক থাকতে পারব না৷খুব ভালোবাসি ৷
হয়ত অনেক বড় ভূলই করে ফেলছি৷আসলে সিনীয়র আপুদের সাথে সত্যিকারের প্রেম ভালোবাসা এগুলো হয় না৷যা হয় সেটা ক্ষনিকের৷সারাজী
.
আমার বিয়ের বয়স হতে আরও ৩বছর লেগে যাবে৷কারন আমার বয়স মাত্র ১৮৷কিন্তু এই বয়সে??????
মাথাটা ঘুরছিল আর বার বারই ভাবতে লাগলাম,একা ছিলাম,ভালই ছিলাম৷ কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে গেলাম৷
.
কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হতে লাগল৷মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না৷
এত কষ্ট কেন লাগে?ভালোবাসায় কি শুধু কষ্টই?
আসলে ভালোবাসায় না পাওয়ার কষ্টটা যে এত বেশি,তা যদি কেউ ভালোবাসার আগে জানত,তাহলে হয়ত কেউ কখনই কাউকে ভালোবাসত না৷
.
আহ কি কষ্ট লাগছে বুকের ভিতর!না পাওয়ার কষ্ট এত বেশি কেন?
.
চোখের পানি বের হতে হতে,আর ভাবতে ভাবতে ,কখন যে দিন গড়িয়ে সন্ধা হয়ে গেছে বুঝতেই পারলাম না৷
তখনও সেখানেই বসে আছি,যেখানে প্রতিদিন নিলা আপু আমাকে নিয়ে বসে বসে গল্প করত৷
.
চোখের সামনে শুধু নিলা আপুর চেহারাটাই ভাসছিল৷
অনেক চেষ্টা করছিলাম মনকে,
বার বারই বলছিলাম
.
--এই মন?তুই তো আমার অঙ্গ,তুই কেন আমার কথা শুনছিস না?তুই দেখছিস না,হাত পা,মাথা সব কিছুই আমার কথা শুনছে,তাহলে তুই কেন শুনছিস না৷তুই কেন ওর চেহারাটা আমার চোখের সামনে বার বার ভাসাচ্ছিস?উত্তর
চোখকে বলছিলাম,এই চোখ,তুইও কেন মনের মত আমার সাথে বেইমানি করছিস?কেন এভাবে জল ঝরাচ্ছিস?কেন কষ্ট দিচ্ছিস আমায়?
.
হঠাৎই মনে পড়ল,সিগারেট খেলে নাকি টেনশন আর কষ্ট কমে যায়৷তাই ওখান থেকে উঠে পরলাম৷
রাস্তা একেবারে অন্ধকার৷আলো নেই৷যেমন করে আমার মনের ভিতর আলো নেই৷
.
দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম৷
বাইরে এসে একটা সিগারেট ধরালাম৷
অন্ধকারে দাড়িয়েই যখনই সিগারেট টা টান দিতে যাবো৷ঠিক তখনই কেউ সিগারেটটা টান দিয়ে
ফেলে দিল,আর আমার গালে
.
--ঠাসস ঠাসসস
,
থাপ্পরটা খেয়ে গালে হাত দিয়ে দেখতে চাইলাম কে থাপ্পরটা মারছে৷কিন্তু অন্ধকারে তেমন বুঝা যাচ্ছিল না৷
কিন্তু থাপ্পরের যে ওজন?এই ওজনের থাপ্পর একটা মানুষই আমাকে মারে৷সেটা হলো নিলা আপু৷
.
তারমানে কি নিলা আপু এসেছে?আমি তখনই একটু হাসিমুখে বলে উঠলাম
,
--নিলা,,,,,,,,,
.
--ওই তুই,সিগারেট হাতে নিলি কেন?আর সিগারেট খাইতে গেলি কেন?(হেব্বি রেগে)
,
--আমার না খুব কষ্ট লাগছে৷বুকে অসহ্য যন্ত্রনা হচ্ছে,আর সিগারেট খেলে নাকি সেটা কমে যায়,তাই সিগারেট কিনছি
.
--কেন কষ্ট লাগছে?(একটু ধমকেহ সুরেই)
.
--কেন আবার?এই যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে৷আপনার বিয়ে হয়ে গেলে আমি তখন কি করব?
আমি না আপনাকে ছাড়া থাকতে পারব না(নিচু স্বরেই).
,
--ওরে আমার পাগল রে৷আমিও আমার পাগলটাকে ছাড়া একদমই থাকতে পারব না৷
.
বলেই নিলা আপু আমাকে অন্ধকারের ভিতরই জড়িয়ে ধরছে৷খুব শক্ত করেই জড়িয়ে ধরে আছে৷
তখন আমার শরীরটা কেমন জানি কেপে উঠল৷
কেমন জানি ধমকা হওয়া বইতে লাগল মনের ভিতর৷
আর কেমন জানি এক অদ্ভূদ ভালো লাগতে শুরু করল৷বুকের ব্যাথা গূলো নিমিষেই উদাও হয়ে গেল৷আর তখন কেন জানি চোখ দিয়ে পানি বের হতে লাগল৷কান্না স্বরেই নিলা আপু কে বলে উঠলাম
,
--আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়,আমাকে এভাবে সারাজীবন বুকে জড়িয়ে রাখবেন তো?(কান্না করতে করতে)
.
--এই বোকা কান্না করো কেন?এই যে আমি চলে আসছি৷আর কোথাও যাবো না৷
.
--আপনার তো সামনের শুক্রবারই বিয়ে
.
--বিয়ে আর হবে না,তার আগেই আপরা পালাবো
,
--কিহহহহ,পালাবো
.
--দেখো তন্ময়,বাসায় বাবা ,ভাইয়ারা মিলে আমাকে এই কয়দিন আটকিয়ে রাখছিল৷তাই বাসা থেকে বের হতে পারিনি৷আর এর ভিতর আমার বিয়েও ঠিক করে ফেলছে৷আর তোমার তো কোনো খোজই পাচ্ছিলাম না৷তাই কি করব বুঝে উঠে পারছিলাম না৷আর আজকে শপিংয়ের কথা বলে বাইরে বের হইছি৷আর বের হয়েই আবিদ ভাইয়ার কাছ থেকে জানতে পরছি তুমি ফিরে আসছো৷আর আমি জানি ভাইয়ারা তোমাকে দেখলেও বাঁচতে দিবে না৷তাই সন্ধার পরই বাসা থেকে বের হয়ে তোমাকে খূজতে লাগলাম৷আর এখন পেয়ে গেছি
.
--তাহলে আমি এখন কি করব?
.
--কি করবা মানে?আমি কি বাসায় ফিরে গেলে,আর আসতে পারব নাকি?আর আমাকে আসতে দিবে নাকি?
.
--হুম,তাও ঠিক,কিন্তু এই মূহুর্তে কি করা যায়
,
--আমি বাসা থেকে পালিয়ে এসেছি৷সো এখন আমরা পালিয়ে বিয়ে করব,
.
--কি বলছেন আপনি?আমরা পালিয়ে বিয়ে করলে,সমাজে আপনার পরিবারকে ছোট হতে হবে,সবাই কি বলবে?বলবে একটা ছোট ছেলের সাথে এমন বড় মেয়ে পালিয়ে গেছে৷এটা কি আপনার বাবা মায়ের জন্য ভালো হবে?ওদের মূখে চুনকালি দেওয়া হবে না?
.
--ওই একদম নীতি কথা বলতে আসবি না৷কে কি বলল তাতে আমার আসে যায় না৷তুই এখন আমাকে নিয়ে পালাবি
.
--আরে কি বলছেন৷আমার তো বিয়ের এখনও বয়স হয়নি
.
--একদম চুপ,বয়স হইলে হইছে৷না হইলে নাই৷তোর এইটুকু বয়সেই আমার হবে৷এবার চল
.
--কি বলছেন এগুলো?আচ্ছা মানলাম বিয়ের বয়স হইছে,কিন্তু এখন তো আমার হাতে কোনো টাকাই নেই৷আর বিয়ের জন্য ত অনেক টাকার দরকার
,
--আমার কাছে যা আছে৷তা দিয়ে সব হয়ে যাবে,
আর একটা কথাও বলবি না
চল
.
বলেই এক প্রকার জোড় করেই আমাকে কাজি অফিস নিয়ে গেল৷সেখানে গিয়ে তো আমি অবাক৷কারন ওখানে আমার কিছু ফ্রেন্ড আর নিলা আপুর কিছু ফ্রেন্ড আগে থেকেই ওয়েট করছিলো৷
সবাই মিলে আমাদের বিয়ে দিবে কিন্তু কাজি সাহেব আমাকে দেখে একটু অবাক হয়ে গেল৷আর বলল এত ছোট ছেলের বিয়ে আমি দিতে পারব না৷
বলার পরই নিলা আপুর আমার ফ্রেন্ডরা মিলে কাজীর ওপর হামলা৷কাজি সাহেব ভয়েই বিয়ে পড়াতে বাধ্য হলো৷আর কাজিকে টাকা একটু বেশিই দেওয়া হলো৷
তাই পরে আর কোনো সমস্যা হলো না৷
যাই হোক বিয়ে শেষ৷তখনই নিলাে বললাম
.
--এখন কোথায় যাবেন?
.
--অনেক দুরে,অজানায় দুজন মিলে হারিয়ে যাবো আমার মনে হয় আমার বাসায় চলে গেলে ভালো হবে
,
--তোমার কোনো সমস্যা হবে না তো
.
--না
.
তারপরই নিলাকে নিয়ে একদম বাসায় চলে গেলাম৷
যেতে যেতে অনেক রাত হয়ে গেল৷
বাসায় গায়ে দরজায় আঘাত করতেই আব্বু আম্মু দরজা খুলে হাজির৷
আর তারপর নিলাকে দেখে এমনভাবে তাকালো যেন
আমরা দুজন চিড়িখানার কোনো জন্তু৷আব্বু একটু রেগেই বলল
.
--তন্ময়,এত রাতে তুই?আর তোর সাথে এই মেয়েটা কে?
.
--আব্বু,ওর নাম নিলা,আর আমরা পালিয়ে এসেছি,,,
.
--কি বললি হারামজাদা?পালিয়
,
--ছিঃ তন্ময়,তোর লজ্জা করেনা?এগুলো করে আমাদের সামনে এসে দাড়াতে৷আর মেয়ে তো দেখছি তোর থেকেও অনেক বড়(আম্মু)
.
নিলা তখন একদম চুপ হয়ে গেল৷আর খেয়াল করলাম ও কেমন অপরাধীর মত চুপ করে আছে৷
.
--আসলে আম্মু,আমি আর নিলা একে অপরকে ভালোবাসি...
.
--ঠাসসসসস বেয়াদপ ছেলে,লজ্জা করেনা৷নিজের থেকেও একটা বড় মেয়েকে নিয়ে পালিয়ে এগূলো বলছিস৷আর এই মেয়ে তোর ও কি লজ্জা করে না,ছোট একটা ছেলেকে নিয়ে এগূলো করতে(আব্বু)
.
--আসলে বাজারের মেয়েরা তো এমন করবেই৷সহজ সরল ছেলেদের ফাদে ফেলতে পারলেই,নিজের
নষ্টামির ফল ওর ওপর গোছাতে পারে(আম্মু)
.
কথাটা বলার পর দেখতে পেলাম নিলা কেমন করে কান্না করে দিল৷কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে মেয়েটা
.
--আম্মু,একদম বাজে কথা বলবা না৷ও কোনো বাজারের মেয়ে না,আর ও কোনো খারাপ মেয়েও না৷আর ওকে নিয়ে একটা খারাপ কথাও বলবে না
.
--তন্ময়,একদম চুপ করে থাক,আর হ্যা এই মেয়েকে এখনি বাসায় দিয়ে আয়,নয়ত এ বাড়িতে তোর ত্রার জায়গা হবে না
.
কথাটা বলার পর নিলা কেমন করে যেন আমার হাতটা অনেক শক্ত করে ধরেও আবার ছেড়ে দিল৷
.
--কি বলছো বাবা তুমি?
.
--ঠিকই বলছি,যা এক্ষনি ওকে বাসায় দিয়ে আয়
,
--না আমি পারব না৷ আমি কোনোভাবেই এ জীবন থাকতে তা করতে পারব না
,
--তন্ময়,তুই কা জানিস আমার কথার অবাধ্য হবার জন্য তোকে ত্যাজ্যপূত্র করে দিতে পারি(আব্বু)
.
আর তখনই আম্মু নিলার কাছে গেল৷আর বলল
,
--হারামজাদি?আমা
.
তখন নিলা আম্মুর হকাছ থেকে ছুটে গিয়ে,আব্বুর কাছে গেল৷আর গিয়েই আব্বুর পায়ে পড়ে গেল৷আর বলতে লাগল
.
---না,আমার জন্য তন্ময়কে এমন শাস্তি দিবেন না৷আসলে ও তো ছোট,তাই বুঝতে পারে নাই৷ সব দোষ আমার৷আমার কারনেই তন্ময় এমন করছে৷আমি নিজেই চলে যাচ্ছি তবুও তন্ময়কে আলাদা করবেন না৷
আমি আর কখনই তন্ময়ের কাছে আসব না৷তারপরও ওর সাথে এমন করবেন না
.
বলেই কান্না করতে করতে বাবার পায়ে পড়ে গেল৷কিন্তু বাবা মেনে নিল না৷ওনি শুধু একটা কথাই বলল
,
-তন্ময়!হয় তুমি এই মেয়েকে নিয়ে চলে যাও,আর নয়ত এই মেয়েকে ফিরিয়ে দিয়ে বাসায় চলে আসো৷নয়ত আমি আমার সিদ্ধান্ত থেকে একটূও নড়ব না
.
--তন্ময়,তুমি বলে দাও!তুমি আমাকে বাসায় দিয়ে আসবে,আর তুমি তোমার বাসার সবার সাথেই থাকবা(কান্না করতে করতে)
,
--না,আমি এটা করতে পারব না৷বাবা প্লীজ তুমি আমাদের মেনে নাও(আমী)
.
--তুই এখনই ওকে তাড়িয়ে দে৷নয়ত সত্যিই খারাপ হয়ে যাবে
,
সেদিন অনেকবার আব্বাকে বুঝিয়েছিলাম কিন্তু আব্বা আমাদের মেনে নিল না৷
তখন কি করব বুঝতেই পারছিনা!
নিলা বার বারই বলছিল ৷"তন্ময় আমি চাইনা আমার কারনে তোমার এত বড় ক্ষতি হোক,আর আমার পাগলামো টা ত বড় প্রভাব ফেলবে তোমার জীবনে সেটা জানলে কখনই তোমাকে নিয়ে পালিয়ে আসতাম না৷আর আমি চলে যাচ্ছি,তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে সূখে থেকো,আর একদম আমার কথা ভেবে মন খারাপ করবে না৷আমি সুখেই থাকব!তুমি সুখে থেকো৷
.
বলেই নিলা কেমন করে কান্না করতে করতে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে৷
,
এখন আমি কি করব?একদিকে বাবা মা,অন্যদিকে
নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটু ভালোবাসার জন্য আমার কাছে ছূটে এসেছে৷
.
একদিকে আমার বাবা মা,একদিকে আমার ভালোবাসা,আর একটা পাগলি মেয়ে,যে মেয়েটা বড়লোক ছেলেকে বিয়ে না করে আমার মত গরিব ঘরে চলে আসছে৷
.
আমি কি নিলাকে যেতে দিবো?নাকি তার ভালোবাসার দাম দিয়ে ওকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাবো??????????
.
,
চলবে...........