চোখের আইরিশে জড়িয়ে থাকা মায়াবী মুগ্ধতার ছবি
মনের অভয়ারণ্যে ফোটা কাঠগোলাপের মিষ্টি ঘ্রাণ
বর্ষার বিকেলে ভেজা বারান্দায় কদম ফুলের আলতো শিহরণ
আবেগের তুলিতে আঁকা ভালোবাসার লীলাভূমি।
প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম
মনের সাতরঙা আকাশ জুড়ে বিছিয়েছিলাম রংধনুর চাদর।
আমি মুগ্ধ হইনি তোমার চোখের কাজলে, নাকের ঘামে, ঠোঁটের রঙে।
আমি আহত হয়েছি তোমার শিকারি চোখে
আমি অবাক হয়েছি তোমার স্ট্রবেরি নাকে
আমি ক্ষুধার্ত হয়েছি তোমার অস্পৃষ্ট ঠোঁটে।
আমি মুগ্ধ হয়েছিলাম তোমার ফ্যাশনে, বসনে, চলনে, বলনে, আচরণে।
এক অদ্ভুত সৌন্দর্যের নাম
আচ্ছা, তুমি কি কোনো স্বর্গের তিলোত্তমার কাছে প্রশিক্ষণ নিয়েছ?
না-কি রূপকথার পরি এসে তোমাকে সাজিয়েছে কল্পনার কারুকাজে।
কে তোমাকে শিখিয়েছে এমন রেওয়াজ, হৃদয়কাড়া রীতি?
হ্যাঁ, আমি তোমার হিজাবের কথা বলছি।
হিজাব তো নারীর অলংকার, অহংকার, অধিকার, মুগ্ধতার অন্য নাম।
মায়াবী, তুমি যখন হিজাব পরে আমার সামনে দাঁড়াও
পৃথিবীর সব সৌন্দর্য আমার চোখে মুহূর্তেই ম্লান হয়ে যায়
আমি কল্পনার স্বর্গরাজ্যে তোমার অসীম সৌন্দর্যের ভিড়ে হারিয়ে যাই।
একজন নারী কতটা মোহনীয় তা ফুটে ওঠে তার স্বাভাবিক সৌন্দর্যে
চেহারায় মুগ্ধতায়, ভুবনবিলাসী অলংকারে।
হিজাবের সৌন্দর্যের কাছে এর কোনো মূল্য নেই।
হিজাব নারীর আসল পরিচয়, পুরুষের ভালোবাসার প্রতীক
তাইতো আমার ভালোবাসা বারবার জীবন ফিরে পায় তোমাকে দেখার পর।
হিজাব প্রতিবাদের প্রতীক, প্রতিশোধের আগ্নেয়াস্ত্র
যা ভেঙে দিতে পারে লোলুপ পুরুষের কামনার বিষদাঁত।
পর্দা নারীকে সম্মান দিয়েছে, হিজাব দিয়েছে মুগ্ধতা, সহজাত সৌন্দর্য
যে ভালোবাসায় তুমি আমাকে বেঁধে রেখেছ মনের কারাগারে।
নারী ঈশ্বরের প্রশ্ন, পুরুষ পরীক্ষার খাতা।
এ পরীক্ষা নৈতিকতার, চরিত্রের।
জনম জনম ধরে অসংখ্য পুরুষ অকৃতকার্য হয়েছে এ পরীক্ষায়
নারী, তোমার সামনে কেউ আদর্শের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি
তোমার সম্মান তোমার বসনে, আচরণে, ধর্মীয় মূল্যবোধে।
মায়ের মহতী মন নিয়ে তুমি সংসারে জ্বালিয়েছ সুখের প্রদীপ
পথে-প্রান্তরে ফুটিয়েছ ধৈর্য ও বিসর্জনের ফুল
তুমিই গড়তে পার একটা পুণ্যের পৃথিবী।
যে পৃথিবীতে কোনো মোহ থাকবে না
প্রেমে প্রেমে ভরে যাবে জনপদ, লোকালয়
রাতের সংসার, দিনের সমাজ।
নারী, আমি তোমাকে নিয়ে এমনই ভাবি।
আমার সে ভাবনাগুলো সত্য হয়েছে
তুমিই প্রকৃত নারী, আমার ভালোবাসার আকাশে শক্তিশালী সূর্য।
তোমার হিজাব দেখে প্রথম যেদিন আামি মুগ্ধ হয়েছিলাম
আজও সে মুগ্ধতা এতটুকুও কমেনি।
হিজাবের নামে মুখোশ, পর্দার নামে লোকদেখানো সংস্কৃতি
এ সবের মাঝে আমি এক অন্যরকম দৃশ্য দেখি
যখন ভালোবাসার দৃষ্টিতে তোমার দিকে তাকাই।
প্রিয়, তুমি আমৃত্যু এমনই থেকো।
হিজাবের সৌন্দর্যে আলোকিত নারীসমাজ
তোমার মতো মুগ্ধতায় ভরিয়ে দিক প্রতিটি সুখের সংসার।
-Mezbah Uddin Uzzal
To see orginal post click here