Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

সিনীয়র আপু যখন বউ- ৪ লেখকঃ স্বপ্নীল সাহেব কাজী



--এই যে শুনো,তুমি এক্ষনি কলেজের মাঠে আসো
.
--কেন?
,
--কেন আবার?তোমার সাথে ঘূরতে যাবো
,
--এত ঘূরতে যেতে পারব না৷আর এত ঘুরা কিসের(একটু বিরক্ত নিয়েই বললাম)
,
--এই তুমি এমন করছো কেন?চুপ চাপ কলেজে আসো
.
--ভালো লাগছে না
,
--ওই তুই চুপ করে এক্ষনি আসবি নয়ত তোর অবস্তা যে কী পরিমান খারাপ হবে,
.
--ওই ওই,খালি হুমকি দেন কেন?খালি কথায় কথায় হুমকি
.
--হুম দিবো না৷তো ভালই ভালই চলে আসো
.
--আচ্ছা আসতেছি
,
কি আর করার ইচ্ছা না থাকলেও যেতে হবে"
কলেজে গিয়ে দেখি নিলা আপু আগে থেকেই বসে আছে৷আর আজকে একদমই অন্য রকম লাগছে৷নীল শাড়ী পড়ে এসেছে৷আর হাতে কাচের চুড়ি৷দেখতে মাশ আল্লাহ হেব্বি সুন্দর লাগছে৷আমি সামনে যেতেই নিলা আপু বলে উঠল
,
--আচ্ছা তন্ময়,আমাকে আজকে কেমন লাগছে বলো তো
.
--হুম,খুবই সুন্দর
,
--সত্যিই?
.
--হুম
.
--তোমার পছন্দ হয়েছে
.
--এখানে আবার আমার পছন্দ ,না পছন্দ হবার কি আছে?
.
--আরে বোকা,যার জন্য এগূলো পড়ে এসেছি,তার কেমন লাগছে সেটা জানতে হবে না?(হাসিখুশি ভাবেই)
.
--যার জন্য মানে?
.
--আরে বোকা নাকি?
.
--হুম বোকাই,এবার বলেন কার জন্য সেজেছেন?
.
--আমার লজ্জা লাগে
.
--আজব পাবলিক(একটু বিরক্ত হয়েই)
,
--আজব বলো আর গূজব বলো,যাই বলো না কেন,আমার সত্যিই লজ্জা লাগছে
,
--তো আপনার আর বলতে হবে না,আমি গেলাম
.
--এই না না,তুমি যেও না৷আসলে আমি তোমার জন্যই এগুলো পড়েছি
,
--আমার জন্য মানে?আমার জন্য আপনি কেন সাজতে যাবেন
,
--এই তুমি কি কীছুই বঝো না?
.
--না
.
--সত্যিই কি কীছুই বঝো না?
.
--না
.
--আসলে তন্ময়,ভেবেছিলাম
তুমি নিজে কোনো একটা দিন বলবে,নিলা আমি তোমাকে ভালোবাসি,কিন্তু আজ ১বছরেরও অনেক বেশি হয়ে গেছে,তারপরও তুমী বলোনি৷আসলে সত্যি বলতে জানিনা তোমার কাছে কতটা ভালো হতে পেরেছি,তোমাকে এই যে এত শাষন করি,সব কিছুরই একটা কারন আছে.......
.
নিলা আপু আর কিছুই বলতে পারল না৷এর আগেই আমার ফোনে একটা কল আসল আর আসার সাথে সাথেই আমি ফোন ধরলাম৷আর আমার আম্মু ওরা গ্রাম থেকে আমার বাসায় আসছে,তাই আর দেড়ি না করে আমি বাসায় চলে আসলাম৷আর নিলা আপু হয়ত ওখানেই নিরাশ হয়েই দাড়িয়ে আছে৷যাই
হোক আমি বাসায় চলে আসলাম৷
বাসায় এসেই আব্বু আম্মু সবাই আসছে৷আর তাদের সাথেই আমার খালাতো বোন আনিকাও সাথেই আসছে৷
ওইদিন টা সবার সাথে গল্প করেই কাটিয়ে দিলাম৷
আর অন্যদিকে নিলা আপু৷একের পর এক মেসেজ ফোন৷
একটু বিরক্ত হয়েই ওর মেসেজগূলোর উত্তর দিলাম৷
আসলে বাসার সবাইকে পেয়ে ওর সবকিছুই আরও বিরক্ত লাগল৷
যাই হোক পরেরদিন বিকেল বেলা
খালাতো বোন আনিকা কে নিয়ে একটু ঘূরতে বের হলাম৷
ওকে নিয়ে কলেজের আশেপাশেই রিক্সা দিয়ে ঘূরছি৷দুজনে একসাথে পাশাপাশি বসে আছি৷
কলেজের সব কিছুই আনিকাকে দেখালাম৷অনেক ঘূরলাম দুজনে৷একটা সময় ও বলে উঠল
,
--আচ্ছা তন্ময়,ওই যে ফুসকার দোকান দেখা যাচ্ছে,ওখানে আমাকে নিয়া যা প্লিজ(কেন)
,
--কেন?
.
--ফুসকা খাবো
.
--ফুসকা খাবি?তো চল৷ওখানকার ফুসকা অনেক মজার
,
--ওহ তাই?তুই আগে খেয়েছিস বুঝি?
.
--হুম রে প্রতিদিনই খেতে হয়(মূখটা অন্যরকম করে)
.
--এমনভাবে কথা বলছিস,যেন কেউ তোকে জোড় করে খাওয়ায়?
.
--হুম রে,বিষয়টা ঠিক তাই৷জোড় করেই খাওয়ায়৷ইচ্ছা না থাকলেও খেতে হয়
,
--ইচ্ছা না থাকলেও খেতে হয় মানে?কে খাওয়ায় তোকে?আর কেন খেতে হয়?
.
--আর বলিস না,ভার্সিটির একটা বড় আপু
,
--কিহহহ,ভার্সিটির বড় আপু মানে?
.
--আর বলিস না,ভার্সিটির একটা বড় আপু আছে৷আমার থেকেও ৩বছরের সিনীয়র৷খাইতে গেলে প্যারা,বইতে গেলে প্যারা,সব দিক দিয়েই প্যারা দেয়৷আমার আর ভালো লাগেনা রে
.
--মানে কি?মেয়েটা কি তোকে ভালোবাসে নাকি?
.
--আরে আমি কিভাবে বলব?আর তুই বল এত বড় মেয়ের সাথে কি আমার হয় নাকি?
.
--মেয়েটা দেখতে কেমন?
.
--দেখতে তো হেব্বি সুন্দর,কিন্তু ওর জ্বালা আমার একদমই ভালো লাগেনা রে,খুব বিরক্ত লাগে
.
--তুই কিছু বলিস না?
.
--বললেও লাভ হয় নাকি?কিছু বললেই মারে৷আর ওর দুইটা গুন্ডা ভাই আছে৷ওদের ভয় দেখায়
.
--কি বললি?ওই মেয়ে তোকে এত বিরক্ত করে আর তুই কিনা৷আজ তো এর একটা বিহিত করবই
,
--কি করবি আনিকা?
,
--তুই শুধু দেখ৷আর আমি যা বলব তুই শুধু হুম হুম
বলবি.
.
--হুম,কিন্তু তাহলেই কি সব ঠিক হবে তো?
,
--ঠিক হবে মানে,অবশ্যই ঠিক হবে৷এবার
চল ফুসকা খাবো
,
ফুসকা খেতে দুজনেই দোকানে গেলাম৷আর পকেটে খেয়াল করলাম ফোন নেই৷
ওপপস তখনই মনে হলো ভুলে ফোনটা বাসায় রেখে এসেছি৷ধুরররর ,ভালই হইছে৷নয়ত এতক্ষনে ওই মেয়েটা ফোন আর মেসেজ দিয়ে মাথাটা নষ্ট করে দিত

ফুসকাওয়ালা মামাকে ফুসকা দিতে বললাম৷
মামা ফুসকা দিল৷আনিকা খুব খুশি ভাবেই খাওয়া শুরু করল৷আর আমি যখনই ফুসকা মূখে দিতে যাবো৷তখনই কেউ ধাক্কা মেরে আমার হাত থেকে ফুসকার বাটি সহ ফুসকা ফেলে দিল৷আমি ওপরে তাকাতেই দেখলাম নিলা আপু৷আর ওর চোখে মূখে হেব্বি রাগের ভাব৷রাগে ওর চোখ মূখ লাল হয়ে আছে৷চোখ দিয়ে রাগের কারনে পানিও চলে আসছে৷আর তখনই ও আমার কলার ধরল৷আর শার্টের কলার ধরেই বলল
.
--এই মেয়েটা কে?(অনেক রেগে)
,
--তা জেনে আপনি কি করবেন?
.
--তন্ময়,আমার কথার উত্তর দাও,নয়ত একদমই ভালো হবে না
,
--আরে বাবা,কি হইছে আপনার,?
,
--আমার কথার উত্তর দিতে বলছি,কে এই মেয়ে?
এই মেয়ের সাথে তোর কি সম্পর্ক?(অনেক রেগে)
,
ঠিক তখনই আনিকা বসা থেকে দাড়িয়ে গেল৷আর সামনে এসেই বলতে লাগল
.
--এই যে আপু,আপনার সমস্যা কি?ওর শার্টের কলারটা ছাড়ুন(আনিকা)
.
--ওই তুমি একদম চুপ করে থাকবা৷তোমাকে কোনো কথা জিজ্ঞেস করিনি৷তন্ময় তুই বল,কে এই মেয়ে?আর তোকে আজকে এতবার ফোন দেওয়ার পরও কেন রিসিভ করলি না?(নিলা আপু)
.
--আরে ফোন তো ভুলে বাসায় রেখে আসছি৷তাই ধরতে পারিনী৷আর এই মেয়ে আমার খালাতো বোন(আমি)
,
--একদম মিথ্যা কথা বলবি না৷তুই ইচ্ছা করেই আমার ফোন ধরিস নি(নিলা আপু)
.
--এই যে আপু,আপনি এমন কেন করছেন৷আপনি ওকে ছেড়ে দিন৷নয়ত একদমই ভালো হবে না কিন্তু...(আনিকা)
.
--ভালো হবে না?কি করতে পারবা?(নিলা)
,
--অনেক কিছুই করতে পারব?আপনি কোন সাহসে,কোন অধিকারে আমার হবু স্বামীর শার্টের কলার ধরেছেন?আপনি এমন করার অধিকার কোথায় পাইছেন?(আনিকা)
.
--এই রে,আনিকা এটা কি বলল(মনে মনে)
.
--হবু স্বামি মানে?কে তোমার হবু স্বামী?
,
--ও আমার হবু স্বামি৷ওর পড়ালেখা শেষ হলেই ওর সাথে আমার বিয়ে৷আর ওর সাথে আমার আংটিও পালাবদল হয়ে গেছে(আনিকা)
.
--কিহহহহ,তন্ময়,এই তন্ময়,ও এগূলো কি বলছে?প্লীজ তন্ময়,তুমি ওকে বলে দাও ,ও আমাকে সব মিথ্যা বলছে?আমি না তোমাকে অনেক ভালোবাসি,তোমাকে ছেড়ে না এক মুহুর্তও থাকতে পারব না(কান্না করে দিছে)
,
--দেখেন আপু,ও যা বলছে সবই সত্যি,আর আমি আপনাকে ভালোবাসি না,আপনার সব কিছুই আমার কাছে অনেক বিরক্ত লাগে৷আর এগূলোকে ভালোবাসা বলে না
.
--তন্ময়য়য়?তুমি এগূলো কি বলছো?
.
--হুম সত্যিই বলছি৷আপনি আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে এত কিছু করে আসছেন৷আর আমি ভয়ে আপনাকে কীছুই বলিনি৷তারমানে এই না যে আমীও আপনাকে ভালোবাসি
.
--তন্ময়,প্লীজ আমাকে এমন করে বলো না৷প্লীজ একটা বার বলো তুমী আমাকে ভালো বাসো৷আমি তোমাকে ছাড়া থাকতে পারব না৷আর তোমাকে ভালবাসি বলেই এত শাসন করি,যেন তুমী অন্য আমার ভয়ে অন্য কোনো মেয়েদের সাথে কথা না বলো৷শুধু আমাকেই ভালোবাসবে,তার জন্যই এত কিছূ করেছি
.
--এই যে আপু,আপনার কি লজ্জা করে না,নিজের থেকেও ছোট একটা ছেলেকে ভালবাসেন,কি বলছেন এগূলো?মাথা ঠিক আছে(আনিকা)
.
--হুম,ও আমার থেকে ছোট কিন্তু,ভালোবাসা কখনই ছোট বড় এগূলো দেখে হয় না৷জানিনা কেন ওকে খূব ভালোবেসে ফেলছি,আর তন্ময়,তোমার মনে আছে কি না জানিনা,যেদিন তোমাকে ভুল করে মেরেছিলাম,আর তারপর থেকেই তোমার সব আচার আচরন আমার অনেক ভালো লাগে৷আর সেই থেকেই.....(নিলা)
.
--দেখেন,আমি আপনাকে কখনই এগূলো ভাবিনি,আর ভাবতে পারব ও না৷আমাকে মাফ করেন৷(আমি)
.
--আর এই যে আপু,শুনতে পাইছেন তো এবার?আপনার সব কিছুই তন্ময়ের বিরক্তের কারন৷সো নেক্সট টাইম ওকে বিরক্ত করবেন না৷আর আমি চাইনা আমার হবু স্বামিকে অন্য কোনো মেয়ে বিরক্ত করুক(আনিকা)
.
--হুম বুঝতে পারছী৷আর এটাও বুঝতে পারছি কারও ওপরই অতিরিক্ত অধিকার ফলানো উচিৎ না৷জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা আর মন পাওয়া যায় না,জানো তন্ময়,?তোমার বোকা বোকা ব্যবহার,আর কথাগুলো খুব ভালো লাগে আমার,আর আমি সব সময় ভাবতাম,আমি যাকে ভালোবাসব তাকে অনেক জ্বালাবো,আর ও আমার সব পাগলামি গূলো হাসিমূখে মেনে নিবে৷আর তোমার কাছে সেগূলোর কোনো কিছুই পেলাম না৷আসলে বুঝতেই পারিনি,তোমার ওপর ভালোবাসার অধিকার নিয়ে যে অধিকার দেখাতাম সেগুলো তোমার কাছে বিরক্তির কারন৷আর আমি নিজেও তোমার বিরক্তের কারন৷
ঠিক আছে তন্ময়!তুমি ওকে নিয়েই সুখি থেকো,আমি আর কখনই তোমাকে বিরক্ত করব না৷আর প্লীজ তোমার বিরক্তির কারন হবার জন্য,এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও৷কিন্তু একটা কথা মনে রেখো,খুব ভালোবাসি তোমায়,খুব বেশিই ভালোবাসি
.
বলেই কান্না করতে করতে দৌড়ে ওখান থেকে চলে গেল!আর তখন আনিকার মুখে অন্যরকম একটা হাসি৷আর আমার মাথা থেকেও যেন একটা আপদ দূর হলো......
.
.
.
চলবে............