Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

সিনীয়র আপু যখন বউ- ৩ লেখকঃ স্বপ্নীল সাহেব কাজী



ফাকা জায়গায় এসে পড়লাম৷আর তখন খুব গরম লাগছিল৷
মাথাটা নিচূ করে হাপাতে লাগলাম
ইসসস যদি একটু ঠান্ডা পানি পাইতাম?
ঠিক তখনই মূখের সামনে এক বোতল পানি এসে পড়ল৷আমি আর খেয়াল না করেই পানি খাওয়া শুরু করলাম৷
আহ কি ঠান্ডা পানি?একদম কলিজা ঠান্ডা
হয়ে গেল৷পানি খাওয়ার পর
মাথাটা উপরে তুললাম৷আর দেখতে চাইলাম কে আমাকে পানি দিছে?
মাথা উপরে তুলতেই
,
--ভূউউউউউউতততততততততত
.
--ওই হারামি একদম চুপ,নয়ত এখন মেরে ফেলব৷(আমার মূখে হাত দিয়ে ধরে রাখছে)
,
--উমম উম উম
,
--মুখ ছেড়ে দিলাম৷আর আমি ভূত তাই না?
.
--ভূত ই তো?নয়ত এখানে আসলেন কিভাবে?
.
--যেভাবে খুশি আসছি
,
--যাক আসার কারনে খারাপ হয়নি,এত বিপদের সময় ঠান্ডা পানি খাওয়াইছেন,আপনাকে ধন্যবাদ আপু(তখনও পানি খাচ্ছি আহ বলছি,কারন এই মেয়েকে দেখলে এমনিই পানি খেতে হয়)
,
--ঠাসসস
.
--ও রে আল্লাহরে,ধন্যবাদ দেওয়ায় মারেন কেন
.
--আমারে দেখে দৌড় মারলি কেন?আর এই কয়দিন কোথায় ছিলি
,
--আসলে হইছে কি আপু.আমা....
.
--ঠাসসস
.
--আরে এত মারেন কেন?আগে তো শুনেন
,
--তুই আপু বলছ কেন?আপু বললে আমার হেব্বি রাগ উঠে,একদমই আপু বলবি না
,
--ঠিক আছে আপু,আর বলব না(এই রে ,শালার মূখ ফসকে তো আপু বেরই হয়,আর এত বড় মাইয়ারে আপু না বইলা কি কমু?)
.
--ওই তুই আবার কেন আপু বললি?(হেব্বে রেগে গেছে)
.
--আরে খালি বের হয়ে যায় তো,আর তার জন্য সরি,প্লীজ আর থাপ্পর মাইরেন না৷এমনিতেই দাত ব্যাথা করতাছে
,
--হুম মারব না,তোরে কি চুম্মা দিমু নাকি?বল আমার মেসেজের উত্তর কেন দেস নাই?আর ফোন বন্ধ করে রাখছছ কেন?
,
--আরে এতে আমার কি দোষ?বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দিতে পারিনি ,তাই ফোন অফ ছিল
,
--আগে থাকতে ফোনে চার্জ ফিল আপ করলি না কেন?(রেগে রেগে ধমক দিয়ে)
.
--এই দেখেন,ধমক দিবেন না,আমি কিন্তু আপনাকে খূব ভয় পাই
.
--তাহলে সত্যি কথা বল,নয়ত একটা মাইরও মাটিতে পড়ব না
.
--আরে সত্যি কথাই তো বলতাছি৷বিদ্যুৎ ছিল না,আর আমি তো জানতাম না যে,পরে আর বিদ্যুৎ আসবে না,জানলে কি আর এমন বিপদ ডাইকা আনতাম নাকি?
.
--তুই জানস?কালকে আমি তোর সাথে ঘূরতে যাবো বলে কত ওয়েট করেছি৷তোকে নিয়ে অনেক ইচ্ছা ছিল কাল সারাদিন ঘূরব কিন্তু সেটা আর হলো না৷
,
--আরে,আপনি কি বোকা নাকি?আমাকে নিয়ে কেন ঘুরতে যাবেন?দেশে কি আর কেউ নাই?আর হ্যা আপনার সাথে আর কখনও ঘুরতে যাবো না৷আর আপনার সাথেও কথাও বলব না
,
--ওই কি বললি তুই?আমার কথা বলবি না মানে?
.
--মানে কথা বলমূ না
,
--একদম মেরে ফেলব কিন্তু
.
--এএএ,আইছে!আমি আর আপনার প্যারা নিমূ না,আমি মাইয়া গো সাথে আর ঘুরমু না
,
--তুই ঘুরবি না তোর বাপ ঘুরবে
.
--হি হি হি
.
--ওই হাসস কেন?
,
-আপনার ফোনটা একটু দেওয়া যাবে ?
,
--কেন?
.
--না মানে?আমি আমার আব্বুকে একটু ফোন দিবো
.
--ওই তোর আব্বুকে কেন ফোন দিবি
,
--ওই যে বললেন না,আমি ঘূরতে না গেলে আমার আব্বু ঘুরতে যাবে,তাই ভাবছিলাম কি,আব্বুকে ফোন দিয়ে এখানে আসতে বলি,আর আপনি তার সাথে ঘুরতে যান,হি হি হি
.
--ঠাস ঠাস,,একদম দাত ফেলে দিবো
,
--আপনি নিজেই তো বলছেন৷আর আপনি পচা কথায় কথায় মারেন(গালে হাত দিয়ে)
,
--উল্টা পাল্টা কথা বললে কি চুমামূ নাকি?
চল এখন আমার সাথে
.
--কোথায়,
,
--একটূ মার্কেটে যাবো
,
--না আমি যাবো না
.
--তুই যাবি,তোর ঘাড় সহ যাবে
.
এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে,ঠিক তখনই সামনে দেখতে পেলাম কয়েকজন মানুষ
কয়েকটা ছেলেকে হেব্বি মারছে৷মারার স্টাইল দেখেই আমি ভয়ে পালাতে যাবো ,ঠিক তখনই
নিলা আপু বলল
.
--ওই তুই কই যাস
,
--দেখেন,দেখেন ছেলেগূলো কে কত্ত জোড়ে জোড়ে মারতাছে৷ওরে বাবারে ,এভাবে কেউ মারে নাকি
.
--হুম,ওরা দোষ করেছে তাই মার খাচ্ছে
,
--আপনি কিভাবে জানেন ওরা দোষ করছে?
.
--যাদেরকে মারতাছে,তারা এলাকার মেয়েদের ওনেক ডিস্ট্রাব করে৷তাদের জন্য ভালো করে মেয়েরা কলেজেও আসতে পারেনা৷অনেকবার বলার পরও এমনই করছে,তাই তাদেরকে একটু শায়েস্তা করা হচ্ছে
.
--আপনি কিভাবে এত কিছু জানেন
,
--আরে বোকা,যারা ছেলেগূলোকে মারছে,তারা আমার বড় ভাই...
.
--কিহহহহহহহহ
.
বলেই জ্ঞান হারিয়ে ফেললাম৷মাটিতে শূয়ে পরলাম৷
কিছুক্ষন পর জ্ঞান ফিরল,আর জ্ঞান ফিরতেই
.
--এই তন্ময়,কি হইছে তোমার?তুমি ঠিক আছো তো৷
,
--ও ও ওরা আপনার ভা ভাই?(তোতলাতে তোতলাতে)
,
--হুম.
.
--ওরা আমাকেও মারবে না তো?(অনেক ভয়ে)
.
--দোষ করলে মারতেও পারে
.
--কিহহহহহহ
বলেই আবার জ্ঞান হারালাম৷বাবারে যেই মাইরের স্টাইল ,একদিন খাইলে চৌদ্দ বছরেও ভুলমূ না৷আর এমন গুন্ডাদের বোনের সাথে আমাকে সারাদিন কথা বলতে হয়৷ভাই রাই যেই বড় মাপের গুন্ডা,বোন তো তেমনই হবে৷
.
--এই তন্ময়,তন্ময়
.
অনেকক্ষন পর জ্ঞান ফিরল৷আহ তখন শুধু আহ ঊহ আহ উহ করতে লাগলাম৷আমাকে এমন করতে দেখে নিলা আপু ভয় পেয়ে গেল
.
--এই তন্ময়,তোমার কি হইছে
,
--পা পানি
.
--দাড়াও আমি পানি আনছি
.
বলেই নিলা আপু ওর ভাইদের ডাক দিল৷আর একজন পানি আনল৷
ওর ভাইদের দেখে ভয়ে আমার হাত পা,মাঘ মাসের শীতের মত কাপতে লাগল৷বাপ রে!কী হাতির মত শরীর৷কসাইয়ের মত হাত৷আমাকে একটা দিলে আমি ওখানেই শেষ
.
আমার মূখে পানি এনে দিল৷নিলা আপু আমাকে পানি খাওয়াচ্ছে৷আমি একদম বোবার মত হয়ে গেলাম৷
অনেকক্ষন পর সব কিছু ঠিক হলে৷আমি উঠে দাড়ালাম৷ঠিক তখনই নিলার ভাইয়ারা বলল
,
--নিলা,এই ছেলে কে?
.
--ভাইয়া,আমার ফ্রেন্ড
.
--এই ছেলে তো দেখছি ,তোর থেকেও ছোট,তো তোর ফ্রেন্ড হলো কিভাবে?
.
--আরে ভাইয়া,ও আমার বান্ধবীর ছোট ভাই,আর আজকে আমার বান্ধবীর জন্মদিন তো,তাই ও আর আসেনি,ওর ভাইয়ার সাথেই আমাকে যেতে বলছে৷তাই ওর সাথেই যাচ্ছি
,
--হুম যাচ্ছিস ভালো কথা,উল্টা পাল্টা যেন কিছু না হয়,আর এই ছেলে
,
--জ্বি ভাইয়া(কাপতে কাপতে)
,
--একটু আগে কিছূ দেখেছো?
.
--হুম(মাথা নাড়িয়ে)
.
--হুম ভেরি গূড,আমার বোনের সাথে বিন্দু পরিমানও বেয়াদবি করলে!তোমার অবস্তাও এমনই হবে
.
বলেই ওরা চলে গেল৷আর আমার বুক তখন সাউন্ড বক্সের মত ধুক্কুর ধুক্কুর করে আওয়াজ করতে লাগল৷
এই কোন বিপদে পরলাম আমি৷তখনই নিলা আপু বলল
,
--তন্ময়,আমার ভাইয়াদের দেখছো?
.
--এগূলো ভাই না কসাই?
,
-ওই একদম চুপ,বেশি কথা বললে কিন্তু ভাইয়াকে ডাক দিবো
,
--এই না না,আমি কখন কসাই বললাম৷ওরা তো খূব ভালো,আপনার ভাইয়া গূলো একদম মনের মত
.
--হুম৷আমার ভাইয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া
.
--হুম৷পৃথিবীর শ্রেষ্ঠ গূন্ডা আপনার ভাইয়ারা(মনে মনে)
.
--এই চলো এবার
.
--কোথায়?
.
--আমার সাথে
.
কি আর করার ,এরকম মেয়ের সাথে না গিয়েও উপায় নেই৷না গেলেই সমস্যা৷
নিলা আপু ওইদিন আমাকে মার্কেটে নিয়ে গেল৷ওনি কিছু শপিং করল৷আর হঠাৎই একটা দোকানে নিয়ে গিয়ে ব্লু কালারের একটা টি শার্ট আমাকে দেখালো
,
--দেখো তো তন্ময়,এটা কেমন?
.
--অনেক সুন্দর,
.
--পছন্দ হইছে
,
--না
.
--তাহলে কার জন্য
.
--আমার ভাইয়াদের জন্য
.
--এখানে ভাইয়া আসল কেন
.
--এই যে ,তুমি না নিলেই ভাইয়ার কাছে একটা মিথ্যা বলব,তারপর তারা নতুন কাউকে পেটানোর জন্য পেয়ে যাবে
,
--মানে
.
--মানে তোমাকে ওরা....
,
--এই না না,আমি নিবো
.
--এই তো গূড বয়
.
কি আর করার ফান্দে পইরা গেলে যা হয় আর কি?ওইদিন আমাকে নিলা আপু শপিং করে দিল৷তারপর দুইটা পাওয়ার ব্যাং আর ফোনের ব্যাটারি কিনে দিল৷আর এগূলো কিনার সময় বললাম
.
--এগুলো কেন কিনছেন?
.
--তোমার জন্য
,
--আমি এগূলো দিয়ে কি করব?
.
--এগূলো আগে থেকেই সব সময় চার্জ দিয়ে রাখবা৷যখন কোনো কারনে বিদ্যূৎ থাকবে না৷তখন এগূলো ইউজ করবা৷কিন্তু তারপরও যেন ফোন বন্ধ না থাকে
,
--ওরে আল্লাহ!তাই বলে কি এগূলো?
.
--হুম৷আর এগূলোর পরও যদি ফোন বন্ধ থাকে,তাহলে তোমার অবস্তা কি হবে বুঝোই তো
.
--ওই খালি হুমকি দেন কেন?
.
--চুপ৷এবার এগূলো নিয়ে বাসায় যাও৷
.
--হুম
.
সেদিনের মত বাসায় চলে আসলাম৷
বুঝিনা এত বড় মাইয়া এমন পাগল কেমনে হয়?
আমি সব সময় শুনি ছেলেদের কাছ থেকে নাকি মেয়েরা সব সময় টাকা নেয়,টাকা নষ্ট করে৷কিন্তু আমার বেলা তো দেখছি উল্টো,
আমাকে উল্টো জোর করে সব কিছু দেয়৷এমন পাগল মেয়ে এই যুগেও হয় নাকি?
আর এমন বড় মাইয়া যদি সেটা করে তাহলে তো অবাক লাগেই৷
ভাবতে ভাবতেই রাত হয়ে গেল৷তারপরও ভাবনা শেষ হয় না৷
এভাবেই ১টা বছর কেটে গেল৷
যতদিন যাচ্চে নিলা আপু ততই আমাকে বিরক্ত বেশি করছে৷সারাক্ষনই খালি ,আমি কি করছি,খাইছি কিনা?কখন খাইলাম?কখন গোছল করছি?কখন ঘুম থেকে উঠছি!কখন ঘুমাচ্ছি সব কিছুই ও জিজ্ঞাসা করে৷আর যদি খাওয়া দাওয়ার,পড়াশোনার একটু অনিয়ম হয়৷
ওরে আল্লাহ তখন যে কি পরিমান ঝাড়ি খেতে হয়,আল্লাহই ভালো জানে"ওপপস অসহ্য লাগে এসব৷ওনার এগূলো কেন জানি আমার একদম ভালো লাগেনা৷সবকিছুই কেমন বিরক্ত লাগে৷
কিন্তু একটা ছোট ছেলের জন্য একটা এমন বড় মেয়ে কেন করে বুঝিনা৷
আর নিলা আপু দেখতেও কিন্তু হেব্বি সুন্দর৷কলেজের,ভার্সিটির সব ছেলেরই ক্রাস এই নিলা আপু৷নিলা আপু চাইলে কত সুন্দর সুন্দর ছেলেদের সাথে সময় কাটাতে পারে৷কিন্তু কেন ও আমার মত ছোট একটা ছেলের সাথে সব সময়,থাকতে চায়,কেন আমাকে এত কেয়ার করে,আর কেনই বা এত অধিকার খাটায় বূঝিই না৷
ভাবলেই কেমন অবাক লাগে!
পরেরদিন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম
ঠিক তখনই ওর ফোন৷রাগ উঠে গেল৷যেখানেই
যাই খালি প্যারা,বন্ধুদের সাথে ভালো করে আড্ডা দিতে পারিনা৷তাই আর ফোন রিসিভ করলাম না৷
কয়েকবার বাজার পরই জয় বলে উঠল
.
--কিরে মামা,ফোন ধর
.
--নারে মামা,ফোন ধরমু না
.
--কেন?কে ফোন দিছে
,
--আর বলিস না,ভার্সিটির ওই নিলা আপুর জ্বালায় আর ভালো লাগেনা৷খাইতে গেলে মেসেজ,বইতে গেলে মেসেজ,কখন কি করছি,সারাদিনই খোজ খবর নেয়
.
--কছ কি?এই মেয়ে তোরে এত ভালোবাসে?
.
--ভালোবাসে না ছাই?এত প্যারা কি ভালো লাগে নাকি?
,
--ধুরর শালা,হয়ত নিলা আপু!তোরে অনেক ভালোবাসে রে,যার কারনেই তোর এত কেয়ার করে৷ইসসস যদি এমন একজন কে পাইতাম
.
--ওই শালা ,তুই না রিলেশন করছ?
.
--করলেই কি রে ভাই,সারাদিন ফোন দিলেও রিসিভ করেনা৷মেসেজ দিলেও ঠিকমত রিপ্লে দেয় না৷আমার একটুও কেয়ার করেনা৷উল্টো আমি সারাদিন কেয়ার করি,তারপরও তেমন ভালোবাসে না রে, আসলেই তন্ময় নিলা আপু তোরে অনেক ভালো বাসে
,
--ধুরর শালা,তুই ও দেখছি ওরই কথা বলছ?কিরে ওর কাছ থেকে কোনো কমিশন পাইছছ নাকি?
,
--না রে তন্ময়,কমিশন দিয়ে ভালোবাসা হয় না,তুই এটা বুঝবি না,তুই তো আর কাউকে ভালোবাসস না,কি করে বুঝবি?একটা মেয়ে এতদিন ধরে তোকে এত কেয়ার করে,আর তুই কি না সেটা বিরক্ত ভাবছিস
.
--আরে ভাই ,মানলাম ও আমাকে ভালোই বাসে৷কিন্তু তুই দেখছছ?ও আমার থেকেও ৩বছরের বড়৷আর বড় মেয়ের সাথে রিলেশন?ও তো আমার বড় আপুর মত তাই না
.
--দেখ তন্ময়!তোকে আসলেই বুঝানো যাবে না,আসলে ভালোবাসা কখনও বড় ছোট দিয়ে হয়না৷
মন থেকেই হয়ে যায়,কখনই ছোট বড় তফাৎ ভালোবাসায় আসে না রে
.
--মানলাম,কিন্তু ও ত্রামার থেকেও অনেক বড়লোক৷আর আমি গ্রামের একটা দরিদ্র পরিবারের ছেলে,বুঝতে পারছছ?
.
--আরে বোকা,ভালাবাসায় এগূলো কোনো কিছুই বাধা হয় না রে৷মন থেকে চাইলে সব ই সম্ভব
.
--ধূরর শালা,তুই ভালোবাস গিয়া৷আমি কোনো ভালাবাসায় নাই৷আর কীছুদিন ওর সাথে ফ্রেন্ড হয়েই থাকমু৷তারপর একেবারে গ্রামে চলে যামু৷দেকমু কেমনে আমারে আর জ্বালয়
.
--এমনটা করিস না৷তাহলে অনেক বড় ভূল করবি
.
--ধুরর শালা,আইছে ভুল শিখাতে???
.
বলেই জয়ের কাছ থেকে চলে আসলাম৷
আর ওইদিকে নিলা আপুর ফোনের ওপর ফোন৷
ফোনটা রিসিভ করতেই.
,
--এই তুমি ফোন ধরছো না কেন
,
--একটু বিজি ছিলাম
.
--তাই বলে ফোন ধরবে না?জানো কতটা ভয়ে ছিলাম
.
--ভয়?কিসের ভয়
.
--আরে পাগল?তুমি ফোন ধরছো না?আর আমি কতক্ষন ধরে ফোন দিচ্ছী কিন্তু ধরছো না৷তাই একটু টেনশনে ছিলাম
.
--ওরে আল্লাহ,এখানে টেনশন আসল কেন
.
--তুমি ওটা বুঝবে না.আর বুঝার ধরকারও নেই
.
.
.যারা আগের পার্ট পড়েনি তারা আমার আইডি থেকে কষ্ট করে পড়ে নিবেন। আগের আইডি নষ্ট হয়েগেছে তাই নতুন আইডি কেউ ফ্রেন্ড হতে চাইলে রিকুয়েস্ট দিয়েন।
.
,
চলবে....................