Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

বস যখন বউ ।। পর্ব- ৩ ।। লেখক - স্বপ্নীল কাজী

পরের দিন কোচিং এ যাব।রেডি হয়ে কোচিং এ গেলাম। আর আমার সাথে যা ঘটল.........কোথ
া থেকে জানি তাসলিমা আমাকে দেখল।আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল,,আর আমিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।কারন সেখানে স্যার ছিল।পরে আমি জিজ্ঞেস করলাম.....
- কি হলো এভাবে জড়িয়ে ধরে আছো কেন????
-কিছু বলছে না কান্না করছে।
-কি হলো এখানে স্যার আছে আর সবাই দেখছে তো।
-দেখলে দেখু্ক তাতে তোর কি? - আমার কিছু না।বাট আমাকে ছাড় বলেই ছাড়িয়ে নিলাম।আর সেখানে দেখি সবাঝ ফ্রি তে সিনেমা দেখছে।লজ্জায় চলে আসলাম.....আর ও কান্না করতে করতে বাসায় চলে গেল😢
.
.
বিকেল বেলায় নদীর পাড়ে বসে আছি। আর ভাবছি তাসলিমা কি হলো হঠাৎ। আজকে ও এরকম করল কেন???তখনি পাশে কারো অস্তিত্ব অনুভব করলাম......দেখলাম কান্না করছে।জিজ্ঞেস করলাম....
-কি হয়ছে কাদতেছ কেন?
-নিশ্চুপ.....
-ওহ বুজছি বফ এর সাথে জামেলা হয়ছে?আমি ওকে বলে দিবনে যাতে কষ্ট না দেয়।
-কি মনে করিস নিজেকে?আমাকে কষ্ট দিতে ভালো লাগে?
-ওমা আমি কখন তোমাকে কষ্ট দিলাম?
- কোথায় ছিলে এতদিন??(তুই থেকে তুমিতে😆)
-যেখানে থাকি তোমাকে বলব কেন?
-আমাকে বলবা নাতো কাকে বলবা??জানো তুমি চলে যাওয়ার পর কত কষ্টে ছিলাম?তোমাকে অনেক মিস করতাম।আর প্রত্যক রাতেই কান্না করতাম।
-তখন ওই ওর চেহারার দিকে তাকালাম।আসলেই তো মেয়েটা কান্না করতে করতে চোখের নিচে কালি ফেলে দিছে।মনে হয় রাতে ঘুমায় নি সুধু কান্না করসে।আর কেমন রোগা হয়ে গেছে। চেহারায় আগের মতো মায়া কাজ করছে না।
.
.
- আচ্ছা আমি সবই বুজলাম। বাট একটা জিনিস বুজলাম না..
-কি????????
-তুমি আমার জন্য কান্না করবা কেন?
-আমি তোমাকে ভালোবাসি বলে...
-হাহাহা,
-হাসো কেন?
- ভালোবাসার কথা শুনে।
- এতে হাসার কি আছে?
-কারন, তুমি কয়েক দিন আগে না বললা যে তোমার বফ আছে।আর তাকে তো আমি নিজেই দেখছি......
-আরে গাধা ওটা আমার বফ না।
-তাহলে কি?
-ওটা আমার কাজিন।আসলে তুমি যে আমাকে ভালোবাসি বলতা..আমার ভালো লাগত না।আমি এটা থেকে মুক্তি পেতে চাইছিলাম। তাই এই নাটক করসি.........
-ওহ ভালো তো.।
-কিন্তু পরে যখন তুমি চলে গেছ। তোমাকে অনেক মিস করতে থাকি...।আর বুজতে পেরছি আমিও তোমাকে ভালোবসি।
-তাইলে শেষে প্রেমে পড়লা?
-হুম প্রমে পড়ছি। বাট জি এফ হয় নাই।
- এটা কেমন কথা?
- হ্যা এটাই কথা।তুমি কি এখন আমাকে প্রপোজ করস?
-নাতো।
-আগে প্রপোজ কর...পরে জি এফ হবো।
-আমি এক দৌড়ে একটা শাপলা ফুল নিয়া আসলাম....আর বললাম বাংদেশি প্রপোজ করব নাকি আমেরিকা এর প্রপোজ করব?
-দুইটাই কর....
-আচ্ছা আমেরিকা টা আগে করি?
-আচ্ছা ঠিক আছে......
-Hey,Baby.I see first time your face. i feeling to someting my heart.i love you..Do you love me?Will you marry me?
-Yes. I love you to...এবার বাংলাদেশি কর?
-আচ্ছা।কাউয়া কালা বক সাদা,নদীর এই পাড়ে গুরু ওই পারে খাশি,আমি তোমাকে ভালোবাসি।
-আমিও তোমাকে ভালোবাসি।
.
.
এভাবে শুরু হলো আমাদের ভালোবাসা.... দিনগুলো ভালই যাচ্চিল রাত ভর চ্যাটিং। বিকেল বেলায় হাটাহাটি,ফুসকা নয়তো আইসক্রিম খাওয়া। দুষ্ট মিষ্টি জগড়া। দিনগুলো খুব ভালোই যাচ্চিল। কিন্তু হঠাৎ একদিন ও আমায় বলল..........
-স্বপ্নীল আমি বিদেশ চলে যাব....
- কি বলো এগুলা?
- হুম যা সত্যি তাই
-আচ্ছা আমাকে ভুলে যাবা?
-তোমাকে অনেক ভালোবাসি তাই ভূলা যাবে না।আর আমি তোমার জন্য সারাজীবন অপেক্ষা করব।(কান্না করতে করতে বলল)
-আমারো অনেক কান্না আসছিল। নিজেকে ঠিক রেখে বললাম।আচ্ছা ঠিক আছে যাও। নিজের যত্ন নিও।আমিও সারাজিবন তোমার জন্য ওয়েট করব।
-সেইদিন চলে গেছিল তাসলিমা।ফিরে আসে নাই। আর আমার আব্বুর চাকরির বদলির কারনে চলে আসি নতুন শহরে।আর একটাও প্রেম করি নায়.......
- এটা ছিল আমার ফ্লাশব্যাক....
.
.
এখন সিলেট আছি। একটু পর বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম। সারাদিন অনেক ঘুরলাম। আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করলাম।সারাটাদিন শেষ।ফিরতে হবে নিজ শহরে।
.
.
পরের দিন সকালে বাসে উঠলাম। লম্বা একটা জার্নি এর পর বাসায় আসলাম.......কলিং বেল চাপলাম আর যে দরজাটা খুলে দিল তাকে দেখে আমি অবাক.................

No comments:

Post a Comment