পরের দিন সকালে বাসে উঠলাম। লম্বা একটা জার্নি এর পর বাসায় আসলাম.......কলি
ং বেল চাপলাম আর যে দরজাটা খুলে দিল তাকে দেখে আমি অবাক........... ...... কারন দরজাটা খুলল আমাদের অফিসের বস। আমি জিজ্ঞেস করলাম..........
-আরে ম্যাডাম আপনি এখানে?
-হুম। সমস্যা আছে?
-যেমনে বলতাছেন বুজা যাচ্ছে এটা আপনার বাড়ি(মনে মনে বললাম),আরে সমস্যা থাকবে কেন?আচ্ছা ভিতরে যাইতে দেন.??
-আচ্ছা যাও।(তুমি করে বলে বলল)
আমি ভিতরে গেলাম আর আম্মুরে ডাকতাছি। আম্মু ও আম্মু...
- দাড়া আসতাছি..।
-ভিতর থেকে বেড় হয়ে আসল।আম্মু কেমন আছো? -ভালো তুই কেমন আছিস?
-ভালো। আচ্ছা এই ধর জিনিস গুলা( সিলেট থেকে জা আনসি তা দিসি)
-এসবের কি দরকার ছিল?যা ফ্রেশ হয়ে খেতে আয়?
-আচ্ছা ফ্রেশ হয়ে আসতাছি।
চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম।অনেক ক্ষুধা লাগলে। তাই খেতে চলে গেলাম।গিয়ে দেখি টেবিলে অনেক আইটেম।তখন বললাম......
-আম্মু খাইছ?
-না আমি পরে খাব। তুই আগে খা?????
-আচ্ছা ঠিক আছে। তখন দেখলাম আম্মু ম্যাডাম বলতেছে কখন খাবে?
-একটু পরে খাব।
- না এখনি খেয়ে নাও???
-আচ্ছা বলেই টেবিলে বসে পড়ল।
..
আমিও খাওয়া শুরু করলাম।আসলে অনেক বেশি খেয়ে ফেলছি।তাই নড়তেও পারছি না।এটা দেখে ম্যাডম মুচকি মুচকি হাসে....আর আমি কোনে মতে নিজের রুমে গেলাম।রুমে গিয়ে দিলাম একটা ঘুম। বিকেল বেলায় উঠলাম।আম্মুরে বলে বাহিরে চলে যাইতেছি।তখন দেখলাম ম্যাডাম এখনো বাসায় আছে....।তখনি আমাকে বলল..
- কই যাও??
-এইতো একটু সামনে যাব। বলেই চলে আসলাম।
.
চলে আসলাম আড্ডা দিতে।আড্ডা দিতে দিতে একটু রাত হলো। ওদের কাছ থেকে বিদায় নিয়া বাসায় আসলাম।তখন আম্মু বলল...
-কই ছিলি এতক্ষন???
-এইত আম্মু বন্ধুদের সাথে একটু আড্ডা দিছিলাম।
-আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়??
-আচ্ছা।
চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। দেখি আম্মু ওয়েট করতাছে।তখন আমি আর আম্মু একসাথে রাতের খাবারটা খেলাম।খাওয়া শেষ চলে গেলাম ঘুমোতে। বেডে শুতেই মনে পড়ে গেল ম্যাডাম এর কথা। মনে হাজারো প্রশ্ন। ম্যাডাম আমাদের বাসায় কি করে?আম্মু বা কেন এত আপন করে নিল....দূর যার যেটা খুশি করুক।আমার তাতে কি?তার চেয়ে এখন ঘুমায়।কালকে আবার অফিস আছে।একটা ঘুম দিলাম রাত কাবার।
.
.
পরদিন সকালে আম্মু এসে ডেকে তুলল।আমিও ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে সবার সাথেই কথা হলো।আমাকে পেয়ে সবাই অনেক খুশি।একটু পরেই দেখা হলো সাদিয়া সাথে তখন আমাকে বলল.......
-স্বপ্নীল কেমন আছো?
- ভালো।তুমি?
-ভালো। আজকে বিকেলে তুমি কি ফ্রি আছো?
- হুম।কেন?
-আমার বয়ফ্রেন্ড এর জন্য কিছু কেনাকাটা করতাম।
-আচ্ছা কাজ শেষ করে বিকেল বেলায় যাব।
তখনি ম্যাডাম দেখে ফেলল।আর মনে হচ্ছে অনেক রাগ করে আছে।এসে দিল ঝাড়ি। আমিও আমার মতো চলে গেলাম সাদিয়াও ওর মতো চলে গেল।আর মন দিয়ে কাজগুলা করতে লাগলাম। কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। অফিস থেকে বেড় হলাম।দেখলাম সাদিয়া দাড়িয়ে আছে....
-সরি। একটু লেট হয়ে গেল।
-ঠিক আছে সমস্যা নায়।
- আচ্ছা আমরা যাবো কিভাবে?
-রিকশা দিয়ে যাব। এই যে রিকশা যাচ্ছে ডাক দাও????
-এই মামা যাবেন???
-হুম যামু ওঠেন।।
তখন অফিসের ম্যাডাম আমাদের দেখলেন।আর ওনি কান্না করতাছেন....কিন্ তু কান্না করেন কেন?
.
আর আমরাও চলে আসলাম মা্র্কেটে। সাদিয়া তার বফ এর এর জন্য অনেক কিছু কিনল।আমাকে একটা ঘড়ি গিফট করল।শেষে সাদিয়া আমাকে বলল............ ...
-ধন্যবাদ।
-কি জন্য?
-আমার সাথে আসছ তাই।
-এতে ধন্যবাদ দেওয়ার কিছু নাই।
পরে ওরে গাড়িতে তুলে দিলাম আর আমিও বাসায় চলে আসলাম।বাসায় আসতেই চোখ কপালে।কারন বাসায় আব্বু আসছে(আব্বু সেনাবাহিনীতে জব করে)
-আব্বু কেমন আছো?
-ভালো তুই কেমন আছিস?
-ভালো।
-যা ফ্রেশ হয়ে খেতে আয়?
-আচ্ছা ঠিকআছে।
.
ফ্রেশ হয়ে খেতে আসলাম তখন বলল......
-কালকে তোর বিয়া....
-আব্বু কি বলো এসব?
-হুম আমি কথা বাড়াতে চাইনা। কালকে তোর বিয়া এটাই শেষ কথা.....
আব্বু চলে গেল।গেলাম আম্মুর কাছে।
-আম্মু তুমি কিছু একটা কর?
- আমার কিছু করার নাই।তাছাড়া তুই তোর আব্বুকে চিনস। ওনি যা বলে তায় হবে।
দূর ভালো লাগে না চলে এলাম রুমে।তাসলিমাকে অনেক মনে পড়ছে......তাসলি মা কে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছি।পরদিন আমার বিয়া.....।
.
এখন বসে আছি কাজি অফিসে।দেখি আমার বন্ধু গুলাও আছে। জিজ্ঞেস করলাম। তোদের কে খবর দিল?
-আন্টি খবর দিছে।
বসে আছি। একটু পরে বিয়া শুরু হল।আর তাসলিমাকে অনেক মনে পড়ছে।তাসলিাম কে নিয়ে ভাবার মধ্যে এতই মগ্নছিলাম কন্নার নামটাও শুনি নায়। পরে আর কি বিয়া হয়ে গেল।
.
এখন বাসার ছাদে বসে আছি।একটু পরে বাসার ভাবিরা আসল।আর বলল......
- কি দেবর মন খারাপ?
-না।
-আচ্ছা চলো বলেই রুমের সামনে নিয়ে আসল। আর বলল
- বিড়ালটা মের কিন্তু?
-ধাক্কা মেরে ভিতরে ঢুকায়া দিল।কিন্তু কিসের বিড়াল এর কথা বলল?আর আজকে রুমের ভিতর ঢুকতেই কেমন লাগতাছে...যা অন্যদিন লাগে নাই...একটু পড়ে....বউ এসে সালাম করল.....আমি বললাম.....
-আপনাকে কিছু বলতে চায়??.
-আচ্ছা বলেন..।
-আমি আপনাকে জিবনেও বউ এর অধিকার দিতে পারব না।।
-কিন্তু কেন?
-আমি একজনকে ভালোবাসি..
-নাম কি???
- তাসলিমা।দেখলাম বউ ঘুমটা সরাইসে।
-আমি দেখে অবাক!!!!আরে ম্যাডাম আপনি.....??
-ম্যাডাম না আমার নাম তাসলিমা। বলেই জড়ায়া ধরল....
-আচ্ছা এটা কিভাবে সম্ভব???
- শোন তাহলে....
-আচ্ছা বলো
-তুমি যখন চাকরি ছেড়ে দিছিলা। তখন আমি আর আব্বু তোামদের বাসায় আসছিলাম।বাসায় আসর পড়ে আমি তোমার রুমে যাই।আর দেখি তোমার ছোটবেলার ছবি দেয়ালে ঠাংগানো।আমি তখন তোমার আম্মুকে জিজ্ঞেস করি এটা কে?তখন ওনি বলেন এটা তুমি।এরপরে আমি আমাদের রিলেশনের কথা বলি।তখন উনারা রাজি হয়ে যায় আর আমাদের বিয়া ঠিক করে। বাট তুমি সাদিয়া সাথে কোথায় জানি গেছিলা। এটা দেখে আমি অনেক কান্না করি। তখন আব্বু বলে কি হয়সে?আমি সব খুলে বলি।আর আব্বু তোমার আম্মুরে কল দেয়।আর তোমার আম্মু তোমর আব্বুৃ কে কল দেয়।তারপরের টা তো তুমি জানই....
....অতঃপর ফিরে পেলাম ভালোবাসার মানুষকে....কিন্ তু একটা কাজ বাকি...বউ তুমি দাড়াও আমি আসতাছি বলেই একটা লাঠি নিয়ে আসলাম।তখন তাসলিমা বলল..
-লাঠি দিয়া কি করবা??
-পাশের বাসার ভাবি বলল রুমে নাকি বিড়াল আছে...। ওইটা মারতে হবে...
-দূর গাধা বলেই দুই দুই চারটা ঠোঠ এক করে দিল....অতঃপর বাসর শুরু হলো।ওই মিয়ারা কি দেখেন। এখন সবাই বাসায় যান।।।।।।
হি হি হি হি
The End..
-আরে ম্যাডাম আপনি এখানে?
-হুম। সমস্যা আছে?
-যেমনে বলতাছেন বুজা যাচ্ছে এটা আপনার বাড়ি(মনে মনে বললাম),আরে সমস্যা থাকবে কেন?আচ্ছা ভিতরে যাইতে দেন.??
-আচ্ছা যাও।(তুমি করে বলে বলল)
আমি ভিতরে গেলাম আর আম্মুরে ডাকতাছি। আম্মু ও আম্মু...
- দাড়া আসতাছি..।
-ভিতর থেকে বেড় হয়ে আসল।আম্মু কেমন আছো? -ভালো তুই কেমন আছিস?
-ভালো। আচ্ছা এই ধর জিনিস গুলা( সিলেট থেকে জা আনসি তা দিসি)
-এসবের কি দরকার ছিল?যা ফ্রেশ হয়ে খেতে আয়?
-আচ্ছা ফ্রেশ হয়ে আসতাছি।
চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম।অনেক ক্ষুধা লাগলে। তাই খেতে চলে গেলাম।গিয়ে দেখি টেবিলে অনেক আইটেম।তখন বললাম......
-আম্মু খাইছ?
-না আমি পরে খাব। তুই আগে খা?????
-আচ্ছা ঠিক আছে। তখন দেখলাম আম্মু ম্যাডাম বলতেছে কখন খাবে?
-একটু পরে খাব।
- না এখনি খেয়ে নাও???
-আচ্ছা বলেই টেবিলে বসে পড়ল।
..
আমিও খাওয়া শুরু করলাম।আসলে অনেক বেশি খেয়ে ফেলছি।তাই নড়তেও পারছি না।এটা দেখে ম্যাডম মুচকি মুচকি হাসে....আর আমি কোনে মতে নিজের রুমে গেলাম।রুমে গিয়ে দিলাম একটা ঘুম। বিকেল বেলায় উঠলাম।আম্মুরে বলে বাহিরে চলে যাইতেছি।তখন দেখলাম ম্যাডাম এখনো বাসায় আছে....।তখনি আমাকে বলল..
- কই যাও??
-এইতো একটু সামনে যাব। বলেই চলে আসলাম।
.
চলে আসলাম আড্ডা দিতে।আড্ডা দিতে দিতে একটু রাত হলো। ওদের কাছ থেকে বিদায় নিয়া বাসায় আসলাম।তখন আম্মু বলল...
-কই ছিলি এতক্ষন???
-এইত আম্মু বন্ধুদের সাথে একটু আড্ডা দিছিলাম।
-আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়??
-আচ্ছা।
চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। দেখি আম্মু ওয়েট করতাছে।তখন আমি আর আম্মু একসাথে রাতের খাবারটা খেলাম।খাওয়া শেষ চলে গেলাম ঘুমোতে। বেডে শুতেই মনে পড়ে গেল ম্যাডাম এর কথা। মনে হাজারো প্রশ্ন। ম্যাডাম আমাদের বাসায় কি করে?আম্মু বা কেন এত আপন করে নিল....দূর যার যেটা খুশি করুক।আমার তাতে কি?তার চেয়ে এখন ঘুমায়।কালকে আবার অফিস আছে।একটা ঘুম দিলাম রাত কাবার।
.
.
পরদিন সকালে আম্মু এসে ডেকে তুলল।আমিও ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে সবার সাথেই কথা হলো।আমাকে পেয়ে সবাই অনেক খুশি।একটু পরেই দেখা হলো সাদিয়া সাথে তখন আমাকে বলল.......
-স্বপ্নীল কেমন আছো?
- ভালো।তুমি?
-ভালো। আজকে বিকেলে তুমি কি ফ্রি আছো?
- হুম।কেন?
-আমার বয়ফ্রেন্ড এর জন্য কিছু কেনাকাটা করতাম।
-আচ্ছা কাজ শেষ করে বিকেল বেলায় যাব।
তখনি ম্যাডাম দেখে ফেলল।আর মনে হচ্ছে অনেক রাগ করে আছে।এসে দিল ঝাড়ি। আমিও আমার মতো চলে গেলাম সাদিয়াও ওর মতো চলে গেল।আর মন দিয়ে কাজগুলা করতে লাগলাম। কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। অফিস থেকে বেড় হলাম।দেখলাম সাদিয়া দাড়িয়ে আছে....
-সরি। একটু লেট হয়ে গেল।
-ঠিক আছে সমস্যা নায়।
- আচ্ছা আমরা যাবো কিভাবে?
-রিকশা দিয়ে যাব। এই যে রিকশা যাচ্ছে ডাক দাও????
-এই মামা যাবেন???
-হুম যামু ওঠেন।।
তখন অফিসের ম্যাডাম আমাদের দেখলেন।আর ওনি কান্না করতাছেন....কিন্
.
আর আমরাও চলে আসলাম মা্র্কেটে। সাদিয়া তার বফ এর এর জন্য অনেক কিছু কিনল।আমাকে একটা ঘড়ি গিফট করল।শেষে সাদিয়া আমাকে বলল............
-ধন্যবাদ।
-কি জন্য?
-আমার সাথে আসছ তাই।
-এতে ধন্যবাদ দেওয়ার কিছু নাই।
পরে ওরে গাড়িতে তুলে দিলাম আর আমিও বাসায় চলে আসলাম।বাসায় আসতেই চোখ কপালে।কারন বাসায় আব্বু আসছে(আব্বু সেনাবাহিনীতে জব করে)
-আব্বু কেমন আছো?
-ভালো তুই কেমন আছিস?
-ভালো।
-যা ফ্রেশ হয়ে খেতে আয়?
-আচ্ছা ঠিকআছে।
.
ফ্রেশ হয়ে খেতে আসলাম তখন বলল......
-কালকে তোর বিয়া....
-আব্বু কি বলো এসব?
-হুম আমি কথা বাড়াতে চাইনা। কালকে তোর বিয়া এটাই শেষ কথা.....
আব্বু চলে গেল।গেলাম আম্মুর কাছে।
-আম্মু তুমি কিছু একটা কর?
- আমার কিছু করার নাই।তাছাড়া তুই তোর আব্বুকে চিনস। ওনি যা বলে তায় হবে।
দূর ভালো লাগে না চলে এলাম রুমে।তাসলিমাকে অনেক মনে পড়ছে......তাসলি
.
এখন বসে আছি কাজি অফিসে।দেখি আমার বন্ধু গুলাও আছে। জিজ্ঞেস করলাম। তোদের কে খবর দিল?
-আন্টি খবর দিছে।
বসে আছি। একটু পরে বিয়া শুরু হল।আর তাসলিমাকে অনেক মনে পড়ছে।তাসলিাম কে নিয়ে ভাবার মধ্যে এতই মগ্নছিলাম কন্নার নামটাও শুনি নায়। পরে আর কি বিয়া হয়ে গেল।
.
এখন বাসার ছাদে বসে আছি।একটু পরে বাসার ভাবিরা আসল।আর বলল......
- কি দেবর মন খারাপ?
-না।
-আচ্ছা চলো বলেই রুমের সামনে নিয়ে আসল। আর বলল
- বিড়ালটা মের কিন্তু?
-ধাক্কা মেরে ভিতরে ঢুকায়া দিল।কিন্তু কিসের বিড়াল এর কথা বলল?আর আজকে রুমের ভিতর ঢুকতেই কেমন লাগতাছে...যা অন্যদিন লাগে নাই...একটু পড়ে....বউ এসে সালাম করল.....আমি বললাম.....
-আপনাকে কিছু বলতে চায়??.
-আচ্ছা বলেন..।
-আমি আপনাকে জিবনেও বউ এর অধিকার দিতে পারব না।।
-কিন্তু কেন?
-আমি একজনকে ভালোবাসি..
-নাম কি???
- তাসলিমা।দেখলাম বউ ঘুমটা সরাইসে।
-আমি দেখে অবাক!!!!আরে ম্যাডাম আপনি.....??
-ম্যাডাম না আমার নাম তাসলিমা। বলেই জড়ায়া ধরল....
-আচ্ছা এটা কিভাবে সম্ভব???
- শোন তাহলে....
-আচ্ছা বলো
-তুমি যখন চাকরি ছেড়ে দিছিলা। তখন আমি আর আব্বু তোামদের বাসায় আসছিলাম।বাসায় আসর পড়ে আমি তোমার রুমে যাই।আর দেখি তোমার ছোটবেলার ছবি দেয়ালে ঠাংগানো।আমি তখন তোমার আম্মুকে জিজ্ঞেস করি এটা কে?তখন ওনি বলেন এটা তুমি।এরপরে আমি আমাদের রিলেশনের কথা বলি।তখন উনারা রাজি হয়ে যায় আর আমাদের বিয়া ঠিক করে। বাট তুমি সাদিয়া সাথে কোথায় জানি গেছিলা। এটা দেখে আমি অনেক কান্না করি। তখন আব্বু বলে কি হয়সে?আমি সব খুলে বলি।আর আব্বু তোমার আম্মুরে কল দেয়।আর তোমার আম্মু তোমর আব্বুৃ কে কল দেয়।তারপরের টা তো তুমি জানই....
....অতঃপর ফিরে পেলাম ভালোবাসার মানুষকে....কিন্
-লাঠি দিয়া কি করবা??
-পাশের বাসার ভাবি বলল রুমে নাকি বিড়াল আছে...। ওইটা মারতে হবে...
-দূর গাধা বলেই দুই দুই চারটা ঠোঠ এক করে দিল....অতঃপর বাসর শুরু হলো।ওই মিয়ারা কি দেখেন। এখন সবাই বাসায় যান।।।।।।
হি হি হি হি
The End..
No comments:
Post a Comment