প্রপোজ করতে ওর কলেজের সামনে যাচ্ছি।দেখলাম ও তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাছে।আমি ডাক দিলাম...
-কনক আপু একটু এদিকে আসো???
-কি বলবি বল??
-আরে সবার সামনে না।একটু আসো??
-আচ্ছা বল কি বলবি??
-আরে এখানে না।একটা জায়গায় যাবো??
-কোথায়???
-আরে আসো তো???
-তোর হাতে ফুল কিসের??কাওকে প্রপোজ করবি??
-হুম। আসো??
-আচ্ছা চল..
.
তারপর আমার সাথে আসল।আমি আর ও একটা নদীর পাড়ে আসলাম। তখন কনক বলল...
-কিরে তোর মনের মানুষ কই???
-আছে...
-কোথায়???
-আমার সামনে??
-কই??
-আমার সামনে....
-মানে.....?
-আসলে কনক তুৃমি আমার মনের মানুষ।আমি তোমাকে অনেক ভালোবসি।জানি তুমি আমার বয়সে বড়।আর ভালোবাসা বয়স দেখে হয় না।দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি।তুৃমি যদি আমাকে ভালো না বাসো আমি একুশ খাইয়া মইরা যাব??(ফুলটা এগিয়ে দিয়ে)
-ঠাস ঠাস। লজ্জা লাগে না।কিভাবে ভাবলি আমি তোর মতো পিচ্ছির সাথে প্রেম করব???নাক টিপ দিলে মায়ের দুধ বের হবে??আর কি বললি মইরা যাবি????আসলে আমি চল্লিশা খাইনা অনেক দিন ধরে???
-এই আাশা তোমার পূরন হবে না??
-কেনরে??
-আমার বাপ যেই কিপটা। চল্লিশা করন না হিহিহি...
-লজ্জা লাগে না আাবার হাসোস??
-আসলে আমার লজ্জা সরম একটু কমই.....
-ভালো তুই থাক??? .
.
চলে যেতে লাগল।আমিও ওর সাথে সাথে আসতে লাগলাম।একটা রিক্সা নিল বাসায় আসার জন্য.......
-তুই রিক্সায় ওঠোস কেন??
-কেন???
-বাসায় যাবো???
-একা একা যা।এই মামা চলো???
.
.
বলেই চলে গেল।আমার অবশ্য মনটা খারাপ হয়ে গেল।কারন প্রথম প্রপোজ করছি।আর রিযেক্ট করে দিল।মনটাকে সান্তনা দিলাম।কে জানি বলছিল।একবার না পাড়িলে দেখো শতবার।আমিও হাল ছেড়ে দেওয়ার পাএ নই।একবার যখন হয় নাই।পরে হবে।আরেকটা রিক্সা করে বন্ধুদের কাছে গেলাম.......
-কি মামা কাজ হইয়া গেছে???আচ্ছা এখনি ট্রিট দিবি???
-কাছে আসতো??
-ঠাস ঠাস???
-মারলি কেন????
-সালা তুই কি সূরা পইরা ফু দিছোস???কোনো কাজ হয় নাই???
-আরে যতটুকু পারছি ওইটা পইরা ফু দিছি....
-সূরা পরার আগে ওযু করছিলি???
-নাহ...
-আরে হালা সারাদিন নাপাক থাকিস।তাহলে কাজ হবে কেমনে???
-ঠিক ই বলছোস???(আরেকটা
)
.
.
ওদের সাথে কতক্ষন আডৃডা দিয়ে বাসায় আসলাম।বিকেলবেলা য় কনকের কাছে গেলাম.....
-কিরে কি জন্য আসছোস??
-পড়ার জন্য....
-আমি তোকে পড়াবো না....
-কেনগো???
-কি বললি???
-বলছি কেন????
-তুই আমাকে প্রপোজ করছোস তাই...
-আরে এটা কোন ব্যাপারই না
.
.
তারপর অনেক কষ্টে পড়ানোর জন্য রাজি করালাম।সালা এমন পড়া দিছে।আমার বাপেও এত পড়া পড়ে নাই।সব প্রতিশোধ নিতাছে।তবুও কষ্ট করে পড়লাম।ছুটির সময়.......
-কনক একটা কথা বলি????
-কিরে তুই আমার নাম ধরে ডাকিস???তোর সাহসতো কম না....
-বউকে কি বলে ডাকবো????আচ্ছা এখন থেকে টুনির মা বলে ডাকবো??
-ওই কে তোর বউ???
-বউ হউ নাই হবা??
-দাড়া তুই....
.
.
বলেই ঝাডু নিয়ে আসতেছে।আমি এক দৌড়ে বাডায় চলে আসলাম।ওদিকে আৃমার চৌদ্দগুষ্টি উদ্দার করতাছে.।
.
বিকেলবেলায় আমি ছাদে বসে আছি তখন কনক আসল......
-কিগো বউ জামাইকে দেখার জন্য চলে আসছো???
-কে আমার জামাই?????
-কেন আমি???
-ওহহহ। তাহলে একটু দাড়া আমি ঝাড়ুটা আনি....
.
একথা শুনে বাসায় চলে আসলাম।রাতে একটু পড়লাম আবার ঘুমিয়ে পড়লাম।সকালে প কলেজে যাবে আমিও পিছু নিলাম।ওর সাথে গেলাম। আর ভালোবাসার কথা বলতে লাগলাম।ও একটা রিক্সা করে চলে গেল।আমি ওর কলেজে গিয়ে আবার প্রপোজ করলাম।বেশি না দুইটা চর দিছে।আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা??না কেউ নেই...থাকলে ইজ্জত ফালুূদা হয়ে যেত।ওখান থেকে চলে আসলাম।বিকেলবেলা য় আবার প্রপোজ করলাম।আবার দুইটা থাপ্পর খাইলাম।আর কনক বলল আমাকে পড়াবে না।আমি বললাম।
-আম্মুকে কিন্তু বলছিলা আমাকে পড়াবা।কথা দিয়ে কথা না রাখলে কি হবে ভাবছো তো???
.
ও আর কিছু বলল না।বাধ্য হয়ে আমাকে পড়াতে লাগল.।আমি ওর পিছে সারাদিন লেগে থাকি।কনক যেখানে আমি সেখানে।এভাবে তিনটা মাস চলে গেল। তিন মাসে এিশ হাজার বার প্রপোজ করছি।কোনো সময় চর খাইছি আর কোনোসময় দৌড়ানি।আমার মনে হয় কোনো জিনরে যদি এভাবে প্রপোজ করতাম।জিনটা পটে যেত...
.
.
হঠাৎ একদিন দেখলাম।কনক একটা ছেলের সাথে বসে আছে?দেখে চ বিশ্বাস করতে পারছিলাম না।বুকের ভেতর চিনচিন ব্যাথা হচ্ছে.......
-কনক আপু একটু এদিকে আসো???
-কি বলবি বল??
-আরে সবার সামনে না।একটু আসো??
-আচ্ছা বল কি বলবি??
-আরে এখানে না।একটা জায়গায় যাবো??
-কোথায়???
-আরে আসো তো???
-তোর হাতে ফুল কিসের??কাওকে প্রপোজ করবি??
-হুম। আসো??
-আচ্ছা চল..
.
তারপর আমার সাথে আসল।আমি আর ও একটা নদীর পাড়ে আসলাম। তখন কনক বলল...
-কিরে তোর মনের মানুষ কই???
-আছে...
-কোথায়???
-আমার সামনে??
-কই??
-আমার সামনে....
-মানে.....?
-আসলে কনক তুৃমি আমার মনের মানুষ।আমি তোমাকে অনেক ভালোবসি।জানি তুমি আমার বয়সে বড়।আর ভালোবাসা বয়স দেখে হয় না।দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি।তুৃমি যদি আমাকে ভালো না বাসো আমি একুশ খাইয়া মইরা যাব??(ফুলটা এগিয়ে দিয়ে)
-ঠাস ঠাস। লজ্জা লাগে না।কিভাবে ভাবলি আমি তোর মতো পিচ্ছির সাথে প্রেম করব???নাক টিপ দিলে মায়ের দুধ বের হবে??আর কি বললি মইরা যাবি????আসলে আমি চল্লিশা খাইনা অনেক দিন ধরে???
-এই আাশা তোমার পূরন হবে না??
-কেনরে??
-আমার বাপ যেই কিপটা। চল্লিশা করন না হিহিহি...
-লজ্জা লাগে না আাবার হাসোস??
-আসলে আমার লজ্জা সরম একটু কমই.....
-ভালো তুই থাক??? .
.
চলে যেতে লাগল।আমিও ওর সাথে সাথে আসতে লাগলাম।একটা রিক্সা নিল বাসায় আসার জন্য.......
-তুই রিক্সায় ওঠোস কেন??
-কেন???
-বাসায় যাবো???
-একা একা যা।এই মামা চলো???
.
.
বলেই চলে গেল।আমার অবশ্য মনটা খারাপ হয়ে গেল।কারন প্রথম প্রপোজ করছি।আর রিযেক্ট করে দিল।মনটাকে সান্তনা দিলাম।কে জানি বলছিল।একবার না পাড়িলে দেখো শতবার।আমিও হাল ছেড়ে দেওয়ার পাএ নই।একবার যখন হয় নাই।পরে হবে।আরেকটা রিক্সা করে বন্ধুদের কাছে গেলাম.......
-কি মামা কাজ হইয়া গেছে???আচ্ছা এখনি ট্রিট দিবি???
-কাছে আসতো??
-ঠাস ঠাস???
-মারলি কেন????
-সালা তুই কি সূরা পইরা ফু দিছোস???কোনো কাজ হয় নাই???
-আরে যতটুকু পারছি ওইটা পইরা ফু দিছি....
-সূরা পরার আগে ওযু করছিলি???
-নাহ...
-আরে হালা সারাদিন নাপাক থাকিস।তাহলে কাজ হবে কেমনে???
-ঠিক ই বলছোস???(আরেকটা
.
.
ওদের সাথে কতক্ষন আডৃডা দিয়ে বাসায় আসলাম।বিকেলবেলা
-কিরে কি জন্য আসছোস??
-পড়ার জন্য....
-আমি তোকে পড়াবো না....
-কেনগো???
-কি বললি???
-বলছি কেন????
-তুই আমাকে প্রপোজ করছোস তাই...
-আরে এটা কোন ব্যাপারই না
.
.
তারপর অনেক কষ্টে পড়ানোর জন্য রাজি করালাম।সালা এমন পড়া দিছে।আমার বাপেও এত পড়া পড়ে নাই।সব প্রতিশোধ নিতাছে।তবুও কষ্ট করে পড়লাম।ছুটির সময়.......
-কনক একটা কথা বলি????
-কিরে তুই আমার নাম ধরে ডাকিস???তোর সাহসতো কম না....
-বউকে কি বলে ডাকবো????আচ্ছা এখন থেকে টুনির মা বলে ডাকবো??
-ওই কে তোর বউ???
-বউ হউ নাই হবা??
-দাড়া তুই....
.
.
বলেই ঝাডু নিয়ে আসতেছে।আমি এক দৌড়ে বাডায় চলে আসলাম।ওদিকে আৃমার চৌদ্দগুষ্টি উদ্দার করতাছে.।
.
বিকেলবেলায় আমি ছাদে বসে আছি তখন কনক আসল......
-কিগো বউ জামাইকে দেখার জন্য চলে আসছো???
-কে আমার জামাই?????
-কেন আমি???
-ওহহহ। তাহলে একটু দাড়া আমি ঝাড়ুটা আনি....
.
একথা শুনে বাসায় চলে আসলাম।রাতে একটু পড়লাম আবার ঘুমিয়ে পড়লাম।সকালে প কলেজে যাবে আমিও পিছু নিলাম।ওর সাথে গেলাম। আর ভালোবাসার কথা বলতে লাগলাম।ও একটা রিক্সা করে চলে গেল।আমি ওর কলেজে গিয়ে আবার প্রপোজ করলাম।বেশি না দুইটা চর দিছে।আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা??না কেউ নেই...থাকলে ইজ্জত ফালুূদা হয়ে যেত।ওখান থেকে চলে আসলাম।বিকেলবেলা
-আম্মুকে কিন্তু বলছিলা আমাকে পড়াবা।কথা দিয়ে কথা না রাখলে কি হবে ভাবছো তো???
.
ও আর কিছু বলল না।বাধ্য হয়ে আমাকে পড়াতে লাগল.।আমি ওর পিছে সারাদিন লেগে থাকি।কনক যেখানে আমি সেখানে।এভাবে তিনটা মাস চলে গেল। তিন মাসে এিশ হাজার বার প্রপোজ করছি।কোনো সময় চর খাইছি আর কোনোসময় দৌড়ানি।আমার মনে হয় কোনো জিনরে যদি এভাবে প্রপোজ করতাম।জিনটা পটে যেত...
.
.
হঠাৎ একদিন দেখলাম।কনক একটা ছেলের সাথে বসে আছে?দেখে চ বিশ্বাস করতে পারছিলাম না।বুকের ভেতর চিনচিন ব্যাথা হচ্ছে.......
No comments:
Post a Comment