Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

ডাক্তার যখন গার্লফ্রেন্ড ।। পর্ব- ২ ।। লেখক - স্বপ্নীল কাজী

আর কতক্ষন আড্ডা দিলাম।পরে রুমে এসে বসে আছি। হঠাৎ কনকের আম্মু আসল।আর আমাকে যা বলল তা হলো......
-বাবা আমরা তো এখানে নতুন আসছি।তাছাড়া আমরা তো এখানে বেশি কিছু চিনি না।তুমি যদি কনককে ওর মেডিকেল কলেজে দিয়ে আসতে????
-আচ্ছা আন্টি সমস্যা নাই। আমি দিয়ে আসব??
-ধন্যবাদ বাবা..
.
ওনি রুম থেকে চলে গেলেন।আমিও রেডি হয়ে বাইরে বের হলাম।মাগার দুই ঘন্টা বাইরে দাড়িয়ে আছি। কনকের কোনো দেখা ওই নাই।এই মেয়ে ডাক্তার হলে সিউর মানুষ মারবে।রোগীর কাছে কাছে যাওয়ার আগেই রোগী আল্লার কাছে চলে যাবে।এত লেইট করে।এইযে মহারানী কনক আসতেছে।বাহ যেভাবে সেজে নিছে আসতেছে।চোখ এর পলক সরেই না।ভ্যাবলার মত তাকিয়ে আছি।কনক কাছে এসে বলল....
-কিরে বলদার মত তাকিয়ে কি দেখস???
-দেখি না।ভাবতেছি???
-কি ভাবস???
-তুমি কলেজে যাচ্ছো নাকি পার্কে যাচ্ছো???
-চুপ বেয়াদব।যা রিক্সা ডাক দে???
-ওকে.
.
.
-ওই মামা এদিকে আস??
-কই যাইবেন??
-সামনে মেডিকেল এর সামনে???
-ওকে ওঠেন??
-কনক ওঠল।
-আমি দাড়িয়ে আছি...
-কি হলো ওঠছিস না কেন???
-না মানে...
-কি এত মানে মানে করস??ওঠ.??
-ওঠলাম।
.
মামা রিক্সা চালাইতেছে।আর আমি এক সাইডে কোনোমতে বসে আছি।যেকোনো সময় পরে যেতে পারি।আর অনেক আনইজি ফিল হচ্ছে।আর আগে কোনোদিন কোনে মেয়ের সাথে রিক্সা দিয়ে ঘুরব দূরের কথা।কোনো মেয়ের সাথে বেশি কথা বলিনি.।আমি যে আনইজি ফিল করতাছি।এটা কনক বুজতে পারল।তখন কনক বলল...
-কিরে ওভাবে বসে আছিস কেন??যেকোনো সময় পরে যাবি.???
-না ইয়ে মানে....
-দূর বোকা লজ্জা পাওয়ার কিছু নেই।এদিকে চেপে বস...
-চেপে বসলাম..
.
কিন্তু বুকের ভিতর কেমন ধরফর করতাছে।কোনোমতে ওর কলেজের সামনে গেলাম।বাড়াটা কনক দিছে।দাড়িয়ে আছি হঠাৎ কনকের বান্ধবীরা দেখল....
-আরে কনক এটা আমাদের দুলাভাই নাকি???
-না তোদের দুলাভাই না।তোদের ছোট ভাই?
-ওহ..
.
.
পরে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ও ওর ক্লাসে ডুকে গেল।আমি চলে আসলাম আমার কলেজ ক্যাম্পাাসে। আসতেই....
-মামা ট্রিট দে???(সবাই)
-কিসের ট্রিট?
-ওরে আমার নেকা সোনারে কিছু বুজে না??
-আরে সালা সোজাভাবে বল???
-তুই রিলেশন করস।সো সেটার ট্রিট দিবি??
-মানে কি বলস???আমি কখন রিলেশন করলাম।আর কার সাথে??
-তারপর ভিডিও দেখাল।আমি আর কনক যে রিক্সায় আসতেছিলাম.।
-আরে ভাই বিশ্বাস কর এটা আমার গফ না???
-বোকা পাইছোস আমাদের???তোর গফ না হলে এক রিক্সায় আসব???
-আরে ইয়ার বিশ্বাস কর???
-সালারে ধরে কেন্টিনে নিয়ে চল??
.
ধরে কেন্টিনে নিয়ে আসল।আর সালারা এমন খাওয়া দিতাছে।আমার মনে হয় এত খাওয়া জীবনে খাই না।আমার পকেটের তেরোটা বাজাই দিল।খাওয়া শেষ। অনেকক্ষন বসে আড্ডা দিলাম।তারপর বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছি।রিক্সা মনে হয় কপালে নাই।
হেটে হেটে বাসায় যাইতেছি।হঠাৎ একটা রিক্সা এসে সামনে থামল...
-রিক্সায় ওঠ??(কনক)
-ওঠে বসলাম..
-হেটে হেটে বাসায় যাচ্ছিস কেন??
-কোনো রিক্সা নেই তাই??
.
এভাবে গল্প করতে করতে বাসায় চলে আসলাম।
.
বিকেলবেলায় ছাদে দাড়িয়ে আছি।তখন কনকের পিচ্ছি ভাই আসল।ওর সাথে কতক্ষন গল্প করলাম।কনকের ভাই হেব্বি ফাযিল।আমার সালা হলে ভালোই হবে।একটুপরেই কনক ছাদে আসল।আমি তখন রুবিক কিউব বক্স মিলাইতেছি।
-এগুলা মিলাইতে পারিস??
-হুহ পারি...
-আমাকে শিখাবি
-আচ্ছা শিখাব
.
ওরে মিলানো শিখাইতেছি।বাট পারে না।অন্য কেউ আমাকে এক হাজার টাকা দিলে।আমি ওরে আরো দশ টাকা বেশি দিয়া বলতাম..
-যা ভাই বাড়িতে যা।তোর শিখা লাগবে না তবুও অনেক কষ্ট করে কনককে শিখালাম।হাজার হলেও ভালোবাসা তো।শিখা শেষে কমক বলল.....
-আমি এটা নিয়ে যাই??
-আরে নিয়ে যাও
-তোর কোনো প্রভলেম নাই তো??
-না প্রভলেম হবে কেন??
.
তারপর কতক্ষন আড্ডা দিয়ে রুমে চলে আসলাম।রাতে খেয়েদেয়ে ঘুম। সকালে ওঠলাম। ফ্রেশ হয়ে কলেজে গেলাম।একা না সাথে কনক ও।আসলে আমাদের কলেজ পাশাপাশি।কলেজে আড্ডা দিয়ে আবার কনকের সাথে বাসায়,চলে আসলাম।সন্ধার সময়..
-আম্মু আমি প্রাইভেট পরব???
-পড় না করছে কে??
-টিচার বের কর??
-কনক আপুরে জিজ্ঞেস কর পড়াবে কি না??
-আচ্ছা আমি ওর আম্মুকে বলে দেখি।
.
আবার রাতে ঘুম।সকালবেলা ওঠে কলেজে যাই।আসলে আসল উদ্দেশ্য কলেজে যাওয়া না।কনকের সাথে সাথে থাকা।আমাকে রেগুলার কলেজে দেখে বন্ধুরাও টাশকি খাইয়া গেছে।কারন আমাকে মাসে একদিন কলেজে দেখতে পাওয়া যেত কি না। আমি নিজেই কনফিউজড।
.
বিকেলবেলায় কনক আর আমি ছাদে বসে গল্প করতেছি। গল্প করতে করতে সন্ধা হয়ে গেল। রুৃৃমে চলে আসলাম।তখন আম্মু এসে বলল....
-কনক তো তোকে পড়াইতে রাজি হইছে?
-ওমা তায়।কখন পড়াবে??
-কালকে বিকেল থেকে...
-আচ্ছা
.
পরেরদিন আমি কলেজে গেলাম না।কনক ও গেলো না।বিকেল বেলায় আমি তাদের বাসায় নক দিলাম.।ওর আম্মু দরজা খুলে দিল
-কেমন আছেন আন্টি?
-ভালো তুৃমি??
-ভালো।আচ্ছা কনক আপু কই??
-রুৃমে আছে...
-আচ্ছা আমি তাহলে ওর রুমে যাই
-আচ্ছা
.
আমি ওর রুমর দিকে যাচ্ছি। দরজায় নক দিলাম কেউ খুলল না।পরে নিজেই ডুকে গেলাম। আর পরে যা হলো............

No comments:

Post a Comment