Bangla story, Bangla golpo, love Story, thriller story, facebook story, facebook post

সিনীয়র আপু যখন বউ- ১ লেখকঃ স্বপ্নীল সাহেব কাজী


-ঠাসসস ঠাসসসস,
মেয়েদেরকে যদি আর কখনও ছোট করিস,আর ছোট করে কিছু বলিস তাহলে চাপার দাত একটাও থাকবে না,যে মুখ দিয়ে বাজে কথা বলবি সেই মুখটাই ছিড়ে ফেলব(অচেনা একটা মেয়ে)
.
কথাগুলো বলেই মেয়েটা চলে গেল৷আর আমাকে কিছু বলার সুযোগই দিল না৷কেন মারল আর কি করলাম আমি?কিছুই তো মাথায় আসতেছে না৷
আর তখনই সাথের একজন এসে বলল
.
--কিরে তন্ময়,তোকে মারল কেন?
.
--কি জানি ভাই?আমি তো কিছুই বুজতেছি না৷হঠাৎ কোথা থেকে যেন আসল আর এসেই গালে থাপ্পর তারপর মেরে চলে গেল৷
.
--হুম,কিন্তু তুই কি কোনো মেয়েকে কিছু বলেছিস বা কারো সাথে ফান টান করেছিস?
.
--ওই শালা,আমি কি ওই ধরনের ছেলে যে মেয়েদের সাথে ফান করব?আর তুই জানছ না,মেয়েদের থেকে সব সময় আমি অনেক দুরে থাকি,তাহলে কাকে কখন কি বললাম?
আর এই মেয়েটাকে চিনিস?
,
--হুম৷ও আমাদের পার্শবর্তী ভার্সিটিরই ছাত্রী৷আমাদের থেকেও ৩বছরের সিনীয়র৷কিন্তু হেব্বি রাগী,এই কলেজ সহ ভার্সিটিতে যদি কোনো ছেলে ,কোনো মেয়েকে যদি সামান্যও টিজ করে তাহলে তাকে উচিৎ শাস্তি দেয়
.
--তাই নাকি?ওর এতই ক্ষমতা?তো নাম কি ওর?
.
--ওর নাম নিলা৷সিনীয়র বলে সবাই নিলা আপু বলেই ডাকে৷আর সবাই খুব ভয়ও পায়৷হেব্বি রাগি আর অনেক বড়লোক ঘরের মেয়ে
.
--ওই বড়লোক হইছে তো কি হইছে,তাই বলে কি সব ওর হয়ে গেছে নাকি?
.
--বড়লোক হইছে সেটা বড় কথা না,বড় কথা হলো ওহ দুইটা বড় ভাই আছে৷দুইটাই এলাকার অনেক বড় সন্ত্রাসি৷তাই ওদের বোনকে ভয় পাবেই
,
--সন্ত্রাসী তো কী হইছে?তাই বলে কি ওই নিলা না টিলা ,ও সন্ত্রাসীগিরি করব নাকি
,
--আরে ভাই,ও তেমন মেয়ে না,ওর ভাইয়ারা এমন হলেও,ও একদমই অন্যরকম৷ও শুধু তাদেরকেই উচিৎ শিক্ষা দেয়,যারা মেয়েদেরকে বিরক্ত করে
.
--হুম৷কিন্তু আমাকে মারল কেন?আল্লাহ ও আল্লাহ,আমার মত সহজ সরল পোলারে কেন এই মাইয়া মরল?
.
বলেই হো হো হো করে চিক্কুর দিলাম৷কারন আমি আজ অব্দি আম্মু আর স্কুলের মেডাম ছাড়া কোনো মেয়ের মাইর খাই নাই৷আর আজকে...........
যাক অনেক চিক্কুর দিয়া,নাক পরিষ্কার করে বাসায় গেলাম৷
পরেরদিন
.
কলেজের মাঠে চুপ কইরা এতিমের মত বইসা রইছি,আর ভাবতাছি যতদিন আছী এই কলেজে কোনো মাইয়ার সাথে কথাই বলমু না৷আর কথা না বললে ওই মাইয়াও আমাকে মারতে পারব না৷
ওরে বাবারে !কি জোড়ে জোড়ে থাপ্পর গূলো মারল আমায়৷
.
নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ভাবছিলাম৷
হাঠাৎই সুর্যের আলোর ছায়ায় খেয়াল গেল৷আর কোনো একটা মানুষের ছায়া আমার উপরে আসল৷উপরে তাকাইয়া দেখি কালকের ওই নিলা আপু৷আল্লাহ আমারে বাচাঁও৷এই মাইয়া আমার কাছে আবার আসল কেন?
মনে হয় আজকেও হুদাই আমাকে মারব৷
না আমি দোষ না করে মাইর খাইতে পারমু না৷
তাই গালে হাত দিয়াই কোনো মতে দাড়ালাম৷আর দাড়িয়ে সাথে সাথেই ভো দৌড়৷
.
--এই দাড়াও,ওই দাড়াও(নিলা আপু)
,
কে শুনে কার কথা,মাইর খাওয়ার এত সখ হয় নাই৷তাই আর দাড়ালাম না৷এক দৌড়ে একেবারে
কলেজের বাইরে এসে পরছি৷আল্লাহ
বাচাইছো আমারে৷
গুন্ডার বোন,মনে হয় গুন্ডাই৷
.
পরেরদিন কলেজে আবার গেলাম৷
আজকে চূপ চাপ ক্লাসে বইসা রইছি৷একদম বাইরে বেরই হইনি৷
হঠাৎই কারও হাত আমার কাদে
পিছনে তাকাতেই ভয়টা একটু বেড়ে গেল৷কারন নিলা আপুই আমার কাদে হাত রেখেছে৷আর তখনই আমি ভয়ে বলতে লাগলাম
.
--বিশ্বাস করেন আপু,আমি কোনো মেয়েকে বিরক্ত করিনা৷আমি আজ অব্দি এই কলেজের কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনাই৷প্লিজ আমাকে মারবেন না
আমি না মেয়েদেরকে অনেক ভয় পাই
.
--ভয় পাও কেন?(নিলা)
.
-ভয় পাই কেন তা জানিনা৷কিন্তু অযথা মাইর খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই,আমি খুউউব সহজ সরল পোলা
.
--হুম৷আর তুমি রাগ করো না,আসলে ওইদিন একটা মিসটেক হয়ে গিয়েছিল
.
--কিসের মিসটেক?
,
--ওই যে তোমাকে মেরেছিলাম৷আসলে ওইদিন অন্য একটা ছেলেকে মারতে গিয়ে তোমাকে ভুল করে মেরেছিলাম
,
--কেন মারতে চেয়েছিলেন ওই ছেলেকে
,
--মেয়েদের অনেক বিরক্ত করত,তাই,৷৷৷আর ভূল করে সেটার জন্য তোমাকে মেরেছি৷প্লিজ কিছু মনে করোনা
সরি.
.
-- না না,সরি বলার কিছুই নেই,আপনি বুঝতে পারছেন এটাই অনেক৷আর এখন প্লীজ আমাকে ছেড়ে দি দিন,আমাকে মারবেন না
,
--আরে বোকা ছেলে,তোমাকে মারব কেন,তুমি তো আর কোনো অপরাধ করো নি
.
তখনই ওই নিলা আপুর হাত টান দিয়ে আমার বুকের ওপর রাখলাম,আর উনি তখন বলল
.
--এটা কি হলো?
,
--সরি আপু,রাগ করবেন না,
দেখেন ভয়ে আমার বুকের মধ্যে কেমন ধুক্কুর ধুক্কুর করতাছে৷প্লিজ আমাকে একটু একা থাকতে দিন,নয়ত আমি জ্ঞান হারিয়েই ফেলব
.
--হি হি হি,বোকা ছেলে কোথাকার৷আচ্ছা এত ভয় পেতে হবে না৷
তুমী বসে থাকো আমি গেলাম৷
.
--হূম
.
বলেই উনি চলে গেল৷
আহ কেমন জানি একটু শান্তি লাগতাছে৷বুঝিনা মেয়েদের সামনে থাকলে এত ভয় কেন লাগে৷
ঠিক তখনই
.
--এই ছেলে.
.
--ও রে আল্লাহ(ভয় পেয়ে)
.
--ভয় পেয়ে গেলে নাকি?
,
--হুম(মাথা নাড়িয়ে)
.
--আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না৷তোমার নাম কি?
,
--জি ত ত তন্ময় হাসান(তোতলাতে তোতলাতে)
.
--হি হি হি৷বোকা ছেলে৷আচ্ছা যাই তাহলে কেমন
,
--হুম
.
তারপর নিলা আপু চলে গেল৷
আর আমার মনেও একটু শান্তি পেতে শুরু করলাম৷
কি বাঁচাটাই না বাঁচলাম৷
আসলে সবাই তো আমার মত এত সহজ সরল পোলা না৷তাই হয়ত আমাকে বোকা টোকা ভাবতাছে৷ভাবলে ভাবুক তাতে আমার কি?
আমি মেয়েদের কোনো সাইডেই নাই৷
.
ওইদিনের মত দিনটা কেটে গেল৷
রাতে একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পরলাম৷
আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম৷তারপর ফ্রেস হয়ে কলেজে গেলাম৷ কলেজ শেষ করে মাঠে শুয়ে আছি৷ঠিক তখন বিকেল বেলা৷
হঠাৎই নিলা আপুর আগমন৷আর ওনি এসেই আমাকে ডাক দিল
,
--এই যে মিষ্টার তন্ময়
.
--জ্বি আপু,কিছু বলবেন
.
--ওই তোমার আপু হলাম কিভাবে আমি?
,
--আপনি আমার সিনীয়র,তাই আপু(এই মাইয়াটা যে কেন আসে বুঝিনা)
.
--আচ্ছা যাই হোক,মাঠে এভাবে শুয়ে আছো কেন?
.
--এমনিতেই
.
--চল আমার সাথে
.
--কো কো থায়(ভয়ে তোতলাতে তোতলাতে)
,
--এইত তোমাকে নিয়ে একটু ঘূরতে যাবো
,
--কোথায় ঘূরতে যাবেন আমাকে নিয়ে(একদম আবুলের মত হইয়া গেলাম)
,
--ওই এত কথা বল কেন?যেতে বলছি যাইবা
,
--আমাকে নিয়ে আবার মারবেন না তো
.
--না,
.
--আচ্ছা একটা কথা বলি
.
--হুম বলো
,
--আমী কেন আপনার সাথে যাবো?
.
--কেন যাবে মানে?এমনিতেই যাবে
.
--না আমি আপনার সাথে যাবো না৷আমি মেয়েদের সাথে থাকতে পছন্দ করিনা,আপনি একা যান
,
--ওই তোমাকে যেতে বলছি না
.
--আমি যাবো না
.
--কি বললি তুই?আমার মুখের ওপর কথা?তোকে তো আজকে শেষই করে ফেলব.
.
বলেই আমার কলার টান দিয়ে ধরল৷আর আমি ভয়ে একদম শেষ৷
শালার বুঝিনা মেয়েদেরকে কেন এত ভয় পাই৷আর এই নিলা টিলাকেও কেন আরও বেশি ভয় পাই৷বাপরে
প্রথমদিনের চড়ের কথা এখনও মনে পড়ে আমার৷
.
--কিরে এমন চূপ হয়ে আছিস কেন?যাবি না শুরু করব?
.
--হি হি হি,কে বলছে যাবো না,আমি তো আপনার সাথে যাবার জন্যই এই মাঠে বসে বসে ওয়েট করছিলাম(আল্লাহ আমারে এই নানির হাত থেকে বাঁচাও)
.
--তাই নাকি?তাহলে এখনি চল
.
তারপর আর কি আর করার? ইচ্ছা না থাকলেও মাইর খাওয়ার ভয়ে ওর সাথে যাওয়া শুরু করলাম৷
নিলা আপু আমাকে ওদের ভার্সিটির ফুলের বাগানে নিয়ে গেল৷আর ওখানে বসার জন্য কতগূলো বসার বেঞ্চ আছে৷ওইখানে বসালো৷আর তারপরই
বলতে লাগল
.
--আচ্ছা তন্ময়,তোমার বাসায় কে কে আছে?
,
--আমার বাসায় কেউ নাই.(মজা করে)
.
--কেউ নাই মানে?
.
--মানে বাসায় কেউ নাই,সবাই বেড়াতে গেছে
,
--আরে বোকা,তোমার আব্বু আম্মু সহ তোমার কে কে আছে
,
--আমি আর আমার আব্বু ,আম্মুই
.
--হুম খুব ভালো৷আর একটা কথা শুনো,কলেজে কোনো মেয়ের সাথেই কথা বলবা না,ভালোভাবে পড়ালেখা করবা,যদি কোনো মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করো,তাহলে মেরে হাত পা ভেঙ্গে ফেলব
,
--এই ,আপনি তো দেখছি অনেক বড় গুন্ডি একটা মাইয়া,খালি কথায় কথায় মারার কথা বলেন
,
--ওই চুপ,একদম চুপ,গুন্ডির কি দেখছছ,যখন মারা শুরু করব,একদম হাত পা সত্যিই ভেঙ্গে ফেলব(অনেক রেগে গেছে)
.
--না না,আমাকে মারবেন না
,
--হুম মারব না,আমি যেভাবে বলব ,ঠিক এখন থেকে সেভাবেই চলবা,যদি একটু এদিক সেদিক করো তাহলেই ইচ্ছামত মাইর খাইবা
,
--আমি কিভাবে চলব?
,
--তোমার ফোন নাম্বার দাও!কখন কি কি করতে হবে,সেটাই আমি বলে দিব,আর তুমি ওইগূলোই করবা
,
--আচ্ছা,আপু,আমা
কে নিয়ে এত কিছু কেন করছেন৷আরও তো অনেক ছেলে আছে,প্লিজ আমাকে নিয়ে এগূলো করবেন না৷আমার মত মাছুম বাচ্ছাকে
দিয়ে.......
.
--ওই কি বললি?মাছুম বাচ্ছা?তুই এখনও ফিডার খাছ?একদম চুপ করে থাকবি৷যেটা বলব সেটাই করবি,তা না হলে
.
--না না,তা না হলে কিছুই না,আপনি যেভাবে বলবেন,সেটাই হবে
.
--এই তো গুড বয়৷তাহলে শুন.এখন চুপ করে একদম ভদ্র ছেলের মত বাসায় যাবে,তারপর ফ্রেস হয়ে,খাবে,আর তারপর রেস্ট নিবা৷আর পরে টাইম মত আমি ফোন দিবো৷ফোনটা রিসিভ করবা
.
--হুম যাও তাহলে
.
--হুম
.
--এই নাম্বারটা দাও
.
--0172206******
.
--হুম
.
তারপরই ওই মেয়ের কাছ থেকে বিদায় নিলাম৷
আর বাসায় এসে বাথরুমে গিয়ে চিক্কুর মাইরা কান্না করতে লাগলাম৷কারন যেই বিপদে পইরা যাইতাছি বাথরুমে গিয়ে কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নাই৷কথায় আছে সব প্যারা ভালো কিন্তু মেয়ে মানুষের প্যারা একদমই ভালো না.

No comments:

Post a Comment